এগিয়ে চলেছে ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’, ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে, প্রধানমন্ত্রীর ‘মন কী বাত’, আজ সারাদিন নজর রাখবেন যে খবরে

November 30, 2025 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮.৪৫: দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’ উত্তর- উত্তর পশ্চিম দিকে এগিয়ে চলেছে। তা উত্তর তামিলনাডু, পুদুদেরি এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ লাগোয়া বঙ্গোপসাগরে পৌঁছতে পারে ৩০ নভেম্বর সকালে। এই ঘূর্ণিঝড়ের ফলে কেমন আবহাওয়া থাকবে রাজ্যে? ঠান্ডা কি বাড়বে? নজর থাকবে।

আজ ভারত ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের এক দিনের সিরিজ় শুরু। লাল বলের ক্রিকেটে এই দক্ষিণ আফ্রিকার কাছে ভরাডুবির পরে আবার নামছে ভারতীয় দল। টেস্ট দলের সঙ্গে এক দিনের দলের তফাত থাকলেও যাঁকে নিয়ে সবচেয়ে সমালোচনা সেই গৌতম গম্ভীরই কোচ হিসাবে থাকছেন। ফলে আসল পরীক্ষা তাঁর। পরীক্ষা আরও দু’জনের— বিরাট কোহলি ও রোহিত শর্মার। ২০২৭ সালে এক দিনের বিশ্বকাপে তাঁরা খেলতে পারবেন কি না, তার অনেকটাই নির্ভর করছে এই সিরিজ়ে দু’জনের পারফরম্যান্সের উপর। রাঁচীতে প্রথম ম্যাচ দুপুর ১:৩০ থেকে।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলা পরপর দুই ম্যাচেই জয় পেয়েছে। প্রথমে বরোদাকে হারিয়েছে, পরের ম্যাচে গুজরাটের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুরন্ত জয় ছিনিয়ে নেয় বাংলা। রবিবার (৩০ নভেম্বর) হায়দরাবাদে তারা তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে পাঞ্জাবের। এই ম্যাচ জিতলে জয় হ্যাটট্রিক করবে বাংলা। ম্যাচটি শুরু হবে সকাল ৯.০০টায়।

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কী বাত’ কর্মসূচি রয়েছে। প্রতি মাসের শেষ রবিবার এই কর্মসূচির মাধ্যমে দেশবাসীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। বিহার বিধানসভা নির্বাচনের আগে অক্টোবর মাসের শেষ রবিবার সেই রাজ্যের ভোটকে সামনে রেখে ‘মন কী বাত’ কর্মসূচিতে বার্তা দেন মোদী, সকলের নজর থাকবে সে দিকে।

পশ্চিমবঙ্গে SIR-এর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে বিশেষ পর্যবেক্ষক প্রাক্তন আইএএস সুব্রত গুপ্ত এবং ১২ জন পর্যবেক্ষককে নিযুক্ত করা হয়েছে। রবিবার দক্ষিণ ২৪ পরগনার ফলতায় যাবেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তাঁর সঙ্গে পর্যবেক্ষক হিসেবে থাকবেন আইএএস সি মুরুগানও। নজর থাকবে সেই খবরে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen