আবারও সাইবার অপরাধের শিকার সৌরভজায়া ডোনা!

ইংরেজি হরফে বিদেশি ভাষায় একের পর এক বার্তা আসতে থাকে। ইরাকের রাজধানী বাগদাদের উল্লেখ করা হয়।

September 15, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
আবারও সাইবার অপরাধের শিকার সৌরভজায়া ডোনা! গ্রাফিক্স: মোঃ রবিউল ইসলাম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবারও সাইবার অপরাধের শিকার হলেন প্রখ্যাত নৃত্য শিল্পী তথা সৌরভজায়া ডোনা গঙ্গোপাধ্যায়। মাত্র কয়েক মাসের ব্যবধানে শনিবার ফের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হল নৃত্যশিল্পীর।

শনিবার রাতে ডোনা গঙ্গোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে অন্য এক অজ্ঞাতপরিচয় যুবকের ছবি নজরে আসে। ইংরেজি হরফে বিদেশি ভাষায় একের পর এক বার্তা আসতে থাকে। ইরাকের রাজধানী বাগদাদের উল্লেখ করা হয়। এহেন পোস্টে সহজেই বোঝা যায় ডোনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।

আরও পড়ুন: স্বাস্থ্য ভবনের সামনে ডাক্তারদের অবস্থানে হামলার ষড়যন্ত্র! অডিয়ো ক্লিপের সূত্রে আটক সিপিআইএম নেতা কলতান

গত ২৮ জুন ইনস্টাগ্রামে নিজের ফেসবুক হ্যাক হওয়ার কথা জানিয়েছিলেন ডোনা। ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ফেসবুক প্রোফাইলটির স্ক্রিনশট শেয়ার করে তিনি জানিয়েছিলেন, অ্যাকাউন্টটি তাঁর নিয়ন্ত্রণে নেই। হ্যাক করা হয়েছে। এর আগে ২০২২ সালেও একই রকম ঘটনার সাক্ষী থেকে ছিলেন সৌরভপত্নী। সেবার অবশ্য ডোনার নামে ভুয়ো প্রোফাইল খোলা হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen