যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তরুণী মৃত্যু, ‘বিশেষ বন্ধু’র পোস্ট ঘিরে ঘনাচ্ছে রহস্য

September 12, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১০:২০: তরুণী ছাত্রীর মৃত্যুকে (JU student death) কেন্দ্র করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। প্রশ্ন উঠছে, গভীররাতে ঝিলপাড়ে কী করছিলেন তরুণী? সমাজ মাধ্যমে মৃতার ‘বিশেষ বন্ধু’ অত্রি ভট্টাচার্যের পোস্ট ঘিরে ঘনাচ্ছে রহস্য। সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করে মৃতার ‘বিশেষ বন্ধু’ লেখেন, তাঁর ভালবাসায় নিশ্চয়ই কোনও খামতি ছিল। তাঁর পূর্বজন্মের নিশ্চয়ই ছিল কোনও পাপ।

বৃহস্পতিবার গভীররাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) চার নম্বর গেটের কাছের ঝিলপাড় থেকে অচৈতন্য অবস্থায় অনামিকা মণ্ডল নামে এক ছাত্রীকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ পাঠানো হয় ময়নাতদন্তে। কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে ঘনিয়েছে রহস্য। শুক্রবার ভোর ৫ টা নাগাদ অনামিকার সঙ্গে একটি ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন তাঁর ‘বিশেষ বন্ধু’ অত্রি ভট্টাচার্য। তিনি লেখেন, ‘আমার ভালবাসায় নিশ্চয়ই কোন খামতি ছিল। আমার পূর্বজন্মের নিশ্চয়ই ছিল কোনও পাপ। তাই শুধু আমাকে না, সকলকে ছেড়ে চলে গেলি। আর কোনও কথা নেই। রাগ নেই। হেসেও উঠবি না আর। আমাকে এই নরক থেকে নিয়ে যেতে পারতিস মিষ্টু।’

জানা গিয়েছে, হাসপাতালে রয়েছেন অত্রি। এক সংবাদমাধ্যমকে তিনি জানান, বৃহস্পতিবার অনামিকার সঙ্গে তাঁর কথা হয়নি। মৃতা ঝিলপাড়ে কেন গিয়েছিলেন, তা তার অজানা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen