তামিলনাড়ুতে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪১, থলপতি বিজয় গ্রেপ্তার হতে চলেছেন?

September 29, 2025 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.২৫: তামিলনাড়ু কারুরের পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪১। হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেটরে চিকিৎসাধীন ছিলেন ৬৫ বছর বয়সি সুগুনা। চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তেমন, মারা যান সোমবার। পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর পর শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। অভিনেতা বিজয় (যিনি থলপতি বিজয় নামেই সমধিক পরিচিত) এবং তাঁর দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে। ইতিমধ্যেই বিজয়ের দলের তিন শীর্ষনেতার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। এই পরিস্থিতিতে বিজয়কে গ্রেপ্তার করা হবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী কারুরের ঘটনায় দুঃখ প্রকাশ করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে ফোনে কথা বলেন। একই সঙ্গে বিজয়কেও ফোন করে মৃতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী স্ট্যালিন টুইটারে জানান, রাহুল গান্ধীর ফোন এবং আন্তরিক উদ্বেগের জন্য ধন্যবাদ।

এই ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় দেশ। অনেকেই বিজয়ের সমাবেশে দেরি করে আসাকে দুষেছেন। অনেকে আবার প্রশাসনিক অব্যবস্থার অভিযোগও তুলেছেন। এদিকে পুলিশ জানিয়েছে, সমাবেশ আয়োজক টিভিকেএ’র কর্মকর্তাদের বিরুদ্ধে অবহেলার ধারা অনুযায়ী মামলা করা হয়েছে। ফরেনসিক দলও ঘটনাস্থলগুলি, এমনকি একটি নর্দমা যেখানে কয়েকটি দেহ পাওয়া গিয়েছিল, সেখান থেকে নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

সরকারি তথ্য অনুযায়ী, মোট মৃতের মধ্যে ১৮ জন মহিলা, ১৩ জন পুরুষ, ৫ জন কিশোরী এবং ৫ জন কিশোর রয়েছে। এর মধ্যে ৩৪ জন কারুর জেলার বাসিন্দা, এড়ো, তিরুপ্পুর ও দিন্দিগুল জেলা থেকে ২ জন এবং সালেম থেকে ১ জন রয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় এক ২ বছরের বাচ্চারও মৃত্যু হয়েছে।

শনিবার সমাবেশ চলাকালীন সন্ধ্যে সাড়ে ৭ টার দিকে, বিজয় সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় জনস্রোত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কেউ কেউ মাটিতে লুটিয়ে পড়লে চারপাশে আতঙ্ক ছড়ায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয় দ্রুত। বিজয়ও অনেককে জল দিয়ে সাহায্য করেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘এ ক্ষতি কখনও পূরণ করা যাবে না। কিন্তু এই সময়ে আমি আপনার পাশে থাকব।’ মৃতদের পরিবারকে ২০ লাখ টাকা এবং আহতদের ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে তিনি নিজে।

পদপিষ্টের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজয়ের দল। একই দাবি তুলেছেন তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি কে আন্নামালাইও। তবে একই সঙ্গে সে রাজ্যের বিজেপি নেতৃত্ব গোটা ঘটনার জন্য ডিএমকে প্রশাসনের গাফিলতিকেই দায়ী করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen