ওটিটিতে ঝড়! ‘কাল্কি ২৮৯৮ এ.ডি.’ থেকে দীপিকা পাড়ুকোনের নাম উধাও

October 29, 2025 | 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি ১২.৪০: ‘কাল্কি ২’ থেকে দীপিকা পাড়ুকোনের নাম বাদ যাওয়ার পর নতুন করে বিতর্কের জন্ম দিল আরও এক ঘটনা। সম্প্রতি জানা গিয়েছে, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘কাল্কি ২৮৯৮ এ.ডি.’-এর শেষ ক্রেডিট থেকেও দীপিকার নাম সরিয়ে দেওয়া হয়েছে।

এক ভক্ত ‘এক্স’ (টুইটার)-এ ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “ক্রেডিট মানে শুধু নাম নয়, সেটা সম্মান এবং পরিশ্রমের স্বীকৃতি। দীপিকা পাড়ুকোনের মতো একজন অভিনেত্রী, যিনি এই ছবির আবেগঘন অংশকে গড়ে তুলেছিলেন, তাঁর নাম ক্রেডিট থেকে বাদ দেওয়া অত্যন্ত অসম্মানজনক।”

এরপরই আরও অনেক নেটিজেন এই অভিযোগে সুর মেলান। কেউ কেউ ভাইজয়ন্তি ফিল্মস-এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, “দীপিকার নাম মুছে ফেললেই কি তাঁর প্রভাব ছবির থেকে মুছে যাবে? এই আচরণ একেবারেই নিন্দনীয়।”

এর আগে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে নির্মাতারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে দীপিকা আর ‘কাল্কি ২’-এর অংশ নন। প্রযোজনা সংস্থার বক্তব্য অনুযায়ী, “এই ধরনের বিশাল প্রকল্প সম্পূর্ণ নিষ্ঠা দাবি করে, যা দীপিকার সঙ্গে এক করা সম্ভব হচ্ছিল না।”

পরে শোনা যায়, দীপিকা নিজের পারিশ্রমিক এর ২৫ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছিলেন এবং দৈনিক কাজের সময়সীমা সাত ঘণ্টায় বেঁধে দিতে চেয়েছিলেন। এই দুই শর্তেই দ্বন্দ্ব তৈরি হয়।

তবে নিজের অবস্থান নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে দীপিকা জানান, “আমি সবসময় আমার লড়াইগুলো নীরবে লড়েছি। সম্মানের সঙ্গে কাজ করা এবং ন্যায্য পারিশ্রমিক পাওয়া আমার ন্যূনতম অধিকার। মাঝে মাঝে এই লড়াইগুলো প্রকাশ্যে আসে, কিন্তু আমি সবসময় মর্যাদা বজায় রেখে নিজের লড়াই চালিয়ে যাই।”

দীপিকার নাম ক্রেডিট থেকে বাদ দেওয়া প্রসঙ্গে এখনও নির্মাতাদের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে এই সিদ্ধান্ত ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তুঙ্গে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen