নিজের জন্মদিনে উদার দীপিকা, ভক্তদের জন্য ফ্লাইট টিকিট থেকে উপহার ও খাওয়াদাওয়া নিজেই করলেন সব আয়োজন

January 5, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: ৫ জুনিয়ারি, ৪০-এ পা রাখলেন দীপিকা পাড়ুকোন। নিজের ৪০তম জন্মদিন ও ক্রিসমাস উদ্‌যাপন করলেন প্রিয় ভক্তদের সঙ্গে। তিনি এক বিশেষ ফ্যান মিটের আয়োজন করেছিলেন ধুম ধাম করে। যদিও অনুষ্ঠানটি হয়েছিল গত মাসে, তবে দীপিকার জন্মদিনে সেই বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যা মুহূর্তে ভাইরাল।

এই ফ্যান মিটকে স্মরণীয় করে তুলতে কোনও খামতি রাখেননি দীপিকা। ভক্তদের জন্য বিমানের টিকিট থেকে শুরু করে বিমানবন্দর থেকে আনা–নেওয়ার ব্যবস্থা, ব্যক্তিগত ওয়েলকাম কার্ড, সুস্বাদু খাবার ও উপহার—সবকিছুই ছিল নিখুঁত পরিকল্পনায়। মুম্বইয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের নানা ঝলক শেয়ার করেছে দীপিকার ফ্যান পেজ ‘thepikaverse’। ছবিতে দেখা যাচ্ছে, ক্রিসমাস থিমে সাজানো ভেন্যু, যেখানে পোলারয়েডে ভরা একটি বিশাল ক্রিসমাস ট্রি ছিল নজরকাড়া আকর্ষণ।

খাবারের টেবিলে ছিল ইন্দো-ওয়েস্টার্ন নানা পদ ও মুখরোচক ডেজার্ট। দীপিকা নিজে চকলেট কেক কাটেন এবং ভক্তদের সঙ্গে খেলেন বিঙ্গো। আরও জানা যায়, দূরদূরান্ত থেকে আসা ভক্তদের জন্য অভিনেত্রী নিজেই ফ্লাইট বুক করেছিলেন এবং বিমানবন্দরে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই অপেক্ষায় ছিল ড্রাইভার। তাঁদের জন্য রাখা ছিল একটি মন ভালো করা নোট—“আজ সময় বের করে এত দূর থেকে আসার জন্য ধন্যবাদ… খুব শিগগিরই দেখা হবে।”

ভক্তদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ গিফট হ্যাম্পার। অনেকেই এই দিনটিকে ‘জীবনের সেরা অভিজ্ঞতা’ বলে বর্ণনা করেছেন। হাসিমুখে সবার সঙ্গে কথা বলা ও ছবি তোলায় মেতে ওঠেন দীপিকা।

এদিকে বর্তমানে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে আমেরিকায় রয়েছেন অভিনেত্রী। নিউ ইয়র্কেই বড়দিন, নববর্ষ ২০২৬ এবং নিজের ৪০তম জন্মদিন উদ্‌যাপন করছেন তিনি। কাজের দিক থেকেও ব্যস্ত দীপিকা—শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ এবং আটলির পরবর্তী ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে কাজ করার কথা রয়েছে তাঁর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen