দীপিকা পাড়ুকোনের মেয়ের প্রথম জন্মদিনে চমক, নিজের হাতে কেক বানালেন অভিনেত্রী
দুয়া পাড়ুকোন সিং মঙ্গলবার পা দিল এক বছরে। মেয়ের জীবনের এই প্রথম বড় দিনে মা দীপিকা নিজের হাতে কেক তৈরি করে উদযাপন করলেন কন্যার জন্মদিন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৫:১৯: বলিউডের পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন(Deepika Padukone) এবং রণবীর সিং(Ranveer Singh’s) এবার প্রথমবার বাবা-মা হওয়ার আনন্দ উদযাপন করলেন বিশেষভাবে। ৮ সেপ্টেম্বর ২০২৪ সালে জন্ম হয় তাদের ছোট্ট কন্যার, দুয়া পাড়ুকোন সিং মঙ্গলবার পা দিল এক বছরে। মেয়ের জীবনের এই প্রথম বড় দিনে মা দীপিকা নিজের হাতে কেক তৈরি করে উদযাপন করলেন কন্যার জন্মদিন।
বুধবার ইনস্টাগ্রামে দীপিকা কেকের একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায় একটি সাধারণ চকোলেট কেক, সাদা কেক স্ট্যান্ডে রাখা, কেকের মাঝখানে একটি সোনালি রঙের মোমবাতি জ্বলছে। কেকের চারপাশে সাজানো রয়েছে প্যাস্টেল রঙের ফুল এবং একটি মোমবাতির স্ট্যান্ড। ছবির ক্যাপশনে দীপিকা লিখেছেন,
“আমার ভালোবাসার ভাষা? মেয়ের প্রথম জন্মদিনে কেক বানানো!”
এই পোস্টটি ভাইরাল হতেই অনুরাগীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ভক্তরা দীপিকার মাতৃত্বের এই সুন্দর মুহূর্তের প্রশংসা করে কমেন্ট সেকশনে শুভেচ্ছা জানান। কেউ লিখেছেন, “এটা এত মিষ্টি, সবচেয়ে মিষ্টি মায়ের বানানো কেক ছোট্ট দুয়ার জন্য।” আবার কেউ লিখেছেন, “শেষমেশ কিছু পোস্ট করলে, ধন্যবাদ দীপিকা।” আরেকজন লিখেছেন,“দুয়াকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।”
অন্যদিকে, মেয়ের জন্মদিনের দিন রণবীরকে মুম্বইয়ের বান্দ্রায় একটি ডাবিং স্টুডিওর বাইরে ফটোশুটে দেখা যায়।
রণবীর এবং দীপিকার কন্যার নাম ‘দুয়া’, যার অর্থ ‘প্রার্থনা’। গত বছরের দীপাবলিতে তাঁরা মেয়ের নামের অর্থ ব্যাখ্যা করে লিখেছিলেন,
“দুয়া – যার অর্থ প্রার্থনা। কারণ সে আমাদের প্রার্থনার উত্তর।”