রণবীরের সংসার ছেড়ে দীপিকা চলে গেলেন প্যারিসে, চিরদিনের মতো!

২০০৭ সালে তার প্রথম বলিউড ব্লকবাস্টার চলচ্চিত্র ‘ওম শান্তি ওম’ মুক্তি পায় যেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেন এবং ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নারী পুরস্কার লাভ করেন।

March 11, 2025 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বলিউডের ডিভা দীপিকা পাড়ুকোন তাঁর সমাজ মাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে প্যারিসে উড়ে গিয়েছেন তিনি। সদ্য বাবা-মা হয়েছেন বলিউডের ‘দীপবীর’। ছোট্ট একরত্তি মেয়েকে ছেড়ে কেন চলে গেলেন! বলিউডে কান পাতলেই শোনা যায় বিচ্ছেদের ঘটনা। বিচ্ছেদের গুঞ্জন চলছিল ‘বেবো’ অর্থাৎ কারিনা কাপুর খান এবং সাইফ আলি খানের। তবে তারকা দম্পতি প্রকাশ্যে তাঁদের সম্পর্ক নিয়ে কিছুই বলেননি। তাঁদের বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই দীপিকার পোস্ট করা ছবিতে রণবীরের কমেন্ট নিয়ে ছড়াচ্ছে গুঞ্জন। সাদা পোশাক এবং সাদা টুপি পরে রয়েছে আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে দীপিকা। তাঁর সেই ছবির নীচে বর রণবীর সিং লিখেছেন, ‘প্রভু আমার উপর করুণা করুন’। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পরে রণবীরের কমেন্টটি। সেই কমেন্টের পাল্টা উত্তর দেননি দীপিকা। তার পর থেকে শুরু হয় চর্চা, তবে কী বিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা।

২০০৭ সালে তার প্রথম বলিউড ব্লকবাস্টার চলচ্চিত্র ‘ওম শান্তি ওম’ মুক্তি পায় যেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেন এবং ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নারী পুরস্কার লাভ করেন। তাঁর পর থেকে আর পেছন ফিরে দেখতে হয়নি তাঁকে। একের পর এক ছবি উপহার দিয়ে গেছেন এবং তাঁর অভিনয় শৈলী মুগ্ধ করেছে দর্শককূলকে। অন্য দিকে কিছু কম যায়না রণবীর সিং। ২০১০ সালে যশ রাজ ফিল্মসের রোম্যান্টিক কমেডি ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে একটি প্রধান চরিত্রে অভিনয় করেন। তার পর থেকে একের পর এক ছবিতে তাঁর অভিনয় মন কেড়েছে তার ফ্যানেদের। এমনকি তাঁর অভিনীত ছবি ‘পদ্মাবত’ খিলজি চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলো।

প্রসঙ্গত , সঞ্জয় লীলা ভন্সালীর “গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা” ছবির সেটে তাদের পরিচয় ও প্রেমের শুরু হয়েছিল। ২০১৮ সালে নভেম্বর মাসে ইতালি লেক ‘কোমোতে’ কঙ্কানি ও সিন্ধি রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ‘কফি উইথ কারণ’ শোতে গিয়ে তারকার দম্পতির মধ্যে মনোমালিন্য ধরা পরে। তাঁর কিছু মাস পর ‘মা’ হবার সুখবর দেন দীপিকা। সেই রেশ কাটতে না কাটতে ফের বিচ্ছেদের গুঞ্জনে বি টাউন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen