দিল্লিতে সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রতিরক্ষামন্ত্রী, পাক ড্রোন ধ্বংস নিয়ে ভারতীয় সেনার তরফে বিবৃতি
রাতেই জম্মু, শ্রীনগর, পাঞ্জাব ও রাজস্থানের একাধিক এলাকা ব্ল্যাকআউট হয়ে যায় হয়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:শুক্রবার সকালেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করলেন। বৈঠকে উপস্থিত ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং সেনা, নৌ ও বায়ুসেনা প্রধানরা। জানা গেছে, মূলত ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য এবং পাকিস্তানের পাল্টা আক্রমণের প্রেক্ষিতে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়নের জন্যই এই বৈঠক।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ দ্বিতীয় দফায় পাকিস্তানের তরফে ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটি ও শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। লক্ষ ছিল রাজস্থান, গুজরাট এবং পাঞ্জাবের একাধিক জায়গা। হামলার টার্গেটে ছিল জম্মু, পাঠানকোট এবং উধমপুরের সেনা ঘাঁটিও। ভারতীয় সেনাবাহিনী দ্রুত পাল্টা জবাব দেয়।
রাতেই জম্মু, শ্রীনগর, পাঞ্জাব ও রাজস্থানের একাধিক এলাকা ব্ল্যাকআউট হয়ে যায় হয়। বিস্ফোরণের শব্দ এবং আকাশে আলো ঝলকানি দেখা যায়। সূত্রের খবর, সীমান্তের ওপারে পাকিস্তানের বহু সেনা পোস্ট ধ্বংস করেছে ভারত। এর মধ্যে লাইন অফ কন্ট্রোল-এর বিভিন্ন জায়গায় থাকা পোস্টও রয়েছে। সেনা সূত্রে জানা গেছে, ট্যাংক বিধ্বংসী গাইডেড মিসাইল ব্যবহার করে হামলা চালানো হয়েছে।
পাক ড্রোন ধ্বংস করা নিয়ে ভাতরীয় সেনার তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে সরকারি ভাবে। তাতে বলা হয়েছে, ‘৮ ও ৯ মে-র মধ্যরাতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সমগ্র পশ্চিম সীমান্তে ড্রোন এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে একাধিক আক্রমণ চালায়। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাক সেনারা অসংখ্যবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে।’
এরপর সেনার বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পাকিস্তানের এই ড্রোন আক্রমণ কার্যকরভাবে প্রতিহত করা হয়েছিল গতকাল রাতে। যেখানে যেখানে পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করা হয়েছিল, সেখানে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে তাদের। ভারতীয় সেনাবাহিনী জাতির সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সকল ঘৃণ্য পরিকল্পনার জবাব দেওয়া হবে দৃঢ়তার সাথে।’
৯ মে পাকিস্তানের হামলার জবাবে ভারত পড়শি দেশের বিভিন্ন জায়গায় রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। এরই সঙ্গে সর্বদল বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। এরই পরে পাকিস্তানের তরফ থেকে ৯ মে জম্মু থেকে জয়সলমেরে হামলা চালানো হয়। পাকিস্তানের যুদ্ধবিমান ভারত ধ্বংস করে দেয়। এছাড়া পাক মিসাইল এবং ড্রোনও ধ্বংস করে ভারত। পাকিস্তানের একাধিক শহরে হামলা চালিয়েছিল ভারত।