বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় মৃত্যু নিয়ে সংসদে বিবৃতি পেশ করলেন রাজনাথ সিং

দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটির ফ্লাইট ডেটা রেকর্ডার খুঁজে পাওয়া গিয়েছে।

December 9, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে সংসদে বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত তদন্ত কমিটি গড়ে সত্য উন্মোচনের প্রতিশ্রুতি দিলেন তিনি। 

তামিলনাড়ু-কর্ণাটক সীমানায় ঘটা এমআই-১৭ চপার দুর্ঘটনা নিয়ে লোকসভায় ও রাজ্যসভায় রাজনাথ সিং বলেন, “চপার দুর্ঘটনায় ১৪ জনের মধ্যে সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ-সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। সেনার হাসপাতালে চিকিৎসা চলছে দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের। প্রয়োজনে তাঁকে অন্য হাসপাতালে পাঠানো হতে পারে। নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য পালন করা হবে।” একইসঙ্গে সংসদে প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, এই ঘটনার কারণ খুঁজে বের করতে তিন বহিনীর যৌথ তদন্ত কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছে বায়ুসেনা। তদন্ত কমিটির নেতৃত্বে থাকবেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং।  

এদিকে, দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটির ফ্লাইট ডেটা রেকর্ডার খুঁজে পাওয়া গিয়েছে সূত্রে খবর। বিশেষজ্ঞদের মতে, রেকর্ডার থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। যার ফলে দুর্ঘটনার কারণ খুঁজে বের করা সহজ হবে। একইসঙ্গে, সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত-সহ নিহতদের সম্মানে আজ সংসদে সমস্ত বিক্ষোভ কর্মসূচী স্থগিত করার কথা ঘোষণা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি । 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen