Delhi AQI: রাজধানীর বাতাসে বিষ, বিজেপি-শাসিত দিল্লির দূষণ-মাত্রা ৪০০ ছুঁইছুঁই

November 9, 2025 | < 1 min read

Authored By:

Raj Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.৩০: দিল্লির বাতাস আবারও বিষাক্ত হয়ে উঠেছে। শনিবার রাজধানীর বাতাসে দূষণের মাত্রা ৪০০র গণ্ডি ছাড়িয়ে গিয়েছে বহু এলাকায়, ফলে দেশজুড়ে সবচেয়ে দূষিত শহরগুলির তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে দিল্লি।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (CPCB) তথ্য অনুযায়ী, শনিবার বিকেল ৪টেয় দিল্লির AQI ছিল ৩৬১, যা সন্ধ্যা ৬টার মধ্যে আরও বেড়ে হয় ৩৭২। রাজধানীর ৩৯টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে অন্তত ১৫টিতে দূষণের মাত্রা ৪০০-র ওপরে পৌঁছে যায়, যা ‘গুরুতর’ শ্রেণিতে পড়ে।

এনসিআর অঞ্চলেও অবস্থা খুব একটা ভালো নয়। নয়ডায় একিউআই ৩৫৪, গ্রেটার নয়ডায় ৩৩৬ এবং গাজিয়াবাদে ৩৩৯। সব ক্ষেত্রেই দূষণ ‘অত্যন্ত খারাপ’ শ্রেণিতে। শনিবার সকালে দিল্লির সামগ্রিক AQI ছিল ৩৫৫, যা স্পষ্টভাবে অত্যন্ত খারাপ বিভাগে পড়ে।

শুক্রবারও রাজধানীর বায়ুমান সূচক ছিল ৩২২, যা দিল্লিকে দেশের সবচেয়ে দূষিত শহরের আসনে বসিয়েছিল। প্রধান দূষক হিসেবে রয়ে গেছে সূক্ষ্ম ধূলিকণা পিএম ২.৫ ও পিএম ১০, যা ফুসফুসে গভীরভাবে প্রবেশ করে নানা শ্বাসকষ্টজনিত রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

কিন্তু উদ্বেগের বিষয় হলো, এই পরিস্থিতির মধ্যেও বিজেপি সরকার জনতাকে বিভ্রান্ত করছে। বারবার দাবি করা হচ্ছে যে, তারা নাকি দিল্লির বাতাস পরিষ্কার করেছে, দূষণ কমিয়েছে। অথচ বাস্তবে রাজধানীর আকাশে আজও ধোঁয়া আর ধুলোর মিশ্রণে সূর্য দেখা দুষ্কর। বিজেপির মিথ্যা প্রচার, প্রশাসনিক ব্যর্থতা ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপের অভাব আজ দিল্লিবাসীর নিঃশ্বাসে বিষ ঢালছে। রাজধানীর শিশু থেকে প্রবীণ, সবাই এক অদৃশ্য মৃত্যুর ছায়ায় বসবাস করছে, আর সরকার কেবল মিথ্যা পরিসংখ্যান পরিবেশনের খেলায় মত্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen