Delhi Blast: গ্রেপ্তার বিস্ফোরণ কাণ্ডের ষড়যন্ত্রকারী আমির রশিদ আলি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:২০: দিল্লি বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নেমে আত্মঘাতী জঙ্গি উমরের সহযোগী এবং হামলার অন্যতম ষড়যন্ত্রকারী আমির রশিদ আলি নামে এক যুবককে গ্রেপ্তার করল NIA। জানা যাচ্ছে, যে i20 গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয় তা আমিরের নামেই নথিভুক্ত। NIA এই প্রথম কাউকে গ্রেপ্তার করল এই মামলায়। তদন্তকারী সংস্থা নিশ্চিত করেছে এই হামলা আদতে ‘আত্মঘাতী হামলা’ ছিল।
ঘাতক গাড়িতে আইইডি বিস্ফোরক ছিল। দিল্লিতে জঙ্গি হামলা চালাতে উমরের সঙ্গে ষড়যন্ত্র করেছিল জম্মু ও কাশ্মীরের পাম্পোরের সাম্বুরার বাসিন্দা আমির। ঘাতক গাড়ি কেনার জন্য সে দিল্লি আসে। আইইডি বোঝাই করে গাড়িটিকে বোমা হিসেবে ব্যবহার করা হয়। সোমবার উমর গাড়ি চালিয়ে লালকেল্লার সামনে বিস্ফোরণ ঘটায়। আমিরকে রবিবার দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়।
আরও জানানো হয়েছে, আত্মঘাতী হামলা চালানোর উদ্দেশ্যে কেনা উমরের আরও একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় চিকিৎসক উমর উল নবি আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে শেষ করে। তাঁর পরিবারের সদস্যদের DNA পরীক্ষা করে ইতিমধ্যে উমরের পরিচয় নিশ্চিত করেছেন তদন্তকারীরা। ‘হোয়াইট কলার’ মডিউলটি গত এক বছর ধরে আত্মঘাতী হামলাকারী খুঁজছিল। তদন্তে জানা যাচ্ছে, দেশের বিভিন্ন শহরে ধারাবাহিক বোমা হামলার পরিকল্পনা ছিল। সে জন্য গত বছর থেকে হন্যে হয়ে একজন ‘আত্মঘাতী বোমারু’ বা সুইসাইড বম্বারের খোঁজ করছিল জম্মু-কাশ্মীর ও হরিয়ানার সন্ত্রাসী দল।
দেশজুড়ে একাধিক জায়গায় তল্লাশি ও ধরপাকড় শুরু করেছে NIA। তদন্তে নেমে শ্রীনগর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। যাঁদের বেশিরভাগই কাশ্মীরের। হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের নাম উঠে আসছে বার বার।