Delhi Blast: বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি চালাচ্ছিলেন উমর-ই, DNA টেস্টে মিলল প্রমাণ

November 13, 2025 | 2 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: DNA পরীক্ষার পর জানা গেল, দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত হুন্ডাই আই২০ গাড়িটি চালাচ্ছিলেন উমর নবিই। এর আগে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছিল, দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি চালাচ্ছিলেন উমর। যা মনে করা হচ্ছিল, তাতেই সিলমোহর পড়ল শেষটায়। তদন্তকারীদের সূত্র উদ্ধৃত করে একাধিক সংবাদ সংস্থা জানিয়েছে, গাড়িতে পাওয়া উমরের দেহাংশের সঙ্গে তাঁর মা এবং ভাইয়ের DNA-র মিল দেখা গিয়েছে। গাড়িটি চালাচ্ছিলেন চিকিৎসক উমর উন-নবি বা উমর মহম্মদ, DNA পরীক্ষার পর সে বিষয়ে নিশ্চিত তদন্তকারীরা।

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা থেকে আগেই উমরের মাকে আটক করা হয়েছিল। দিল্লিতে বিস্ফোরণের পরেই সোমবার রাতে উমরের মা এবং দুই ভাইকে আটক করা হয়েছিল। DNA-র নমুনা সংগ্রহের জন্য আটক করা হয়েছিল বলে আগেই জানিয়েছিলেন।

দিল্লিতে বিস্ফোরণের পর হুন্ডাই আই২০ গাড়িটির নম্বর প্লেটের সূত্র ধরে জনৈক মহম্মদ সলমন নামে এক ব্যক্তিকে আটক করেছিল পুলিশ। বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়িটির রেজিস্ট্রেশন তাঁরই নামে করা ছিল। পুলিশি জেরায় সলমন জানিয়েছেন, তিনি গাড়িটি পুলওয়ামার এক বাসিন্দাকে বিক্রি করে দিয়েছিলেন। সেই বাসিন্দাই উমর। বিস্ফোরণের আগে সিসি ক্যামেরার ফুটেজে গাড়ির চালকের আসনে উমরকে বসে থাকতে দেখা গিয়েছিল। যদিও পুলিশ এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি। এ বার ডিএনএ পরীক্ষাতেও প্রমাণিত হল যে, গাড়িটি উমর চালাচ্ছিলেন।

উল্লেখ্য, সোমবার লালকেল্লার কাছে একটি সাদা রঙের হুন্ডাই আই২০ গাড়িতে বিস্ফোরণ হয়। তাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩। সোমবার সকালেই ফরিদাবাদে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছিল জম্মু ও কাশ্মীর পুলিশ এবং হরিয়ানা পুলিশের যৌথ দল। গ্রেপ্তার করা হয়েছিল মুজাম্মিল আহমেদ সহ একাধিক ব্যক্তিকে। অন্য দিকে, উমরের দ্বিতীয় একটি গাড়িরও সন্ধান পেয়েছে পুলিশ। বুধবার সকাল থেকে অভিযান চালিয়ে হরিয়ানার এক বাড়ির সামনে থেকে গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen