মোদীর শিক্ষাগত যোগ্যতা প্রকাশ্যে আনা হবে না? CIC-র নির্দেশ খারিজ দিল্লি হাইকোর্টের
২০১৭ সালের জানুয়ারিতে সিআইসি-র নির্দেশে স্থগিতাদেশ জারি করেছিল দিল্লি হাইকোর্ট। আজকের রায়ে সেই স্থগিতাদেশ বহাল থাকল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১৮: মোদীর (Narendra Modi) শিক্ষাগত যোগ্যতা প্রকাশের নির্দেশ খারিজ করল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। আজ, সোমবার, সিঙ্গল বেঞ্চের বিচারপতি কেন্দ্রীয় তথ্য কমিশনের (CIC) নির্দেশ খারিজ করে দেন।
২০১৬-র ডিসেম্বরে এক আরটিআই (RTI) আবেদনের পরিপ্রেক্ষিতে সিআইসি জানিয়েছিল, ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় (Delhi University) থেকে বিএ উতীর্ণ ছাত্রছাত্রীদের নামের তালিকা পরিদর্শনের অনুমতি দেওয়া হবে। সেই তালিকায় ছিলেন প্রধানমন্ত্রী মোদীও। উল্লেখ্য, আরটিআই আবেদনকারীর দাবি ছিল, দেশের প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার তথ্য প্রকাশ্যে আনা জরুরি। দিল্লি বিশ্ববিদ্যালয় প্রথম থেকেই সিদ্ধান্তের বিরোধিতা করে। বিশ্ববিদ্যালয়ের দাবি, শিক্ষার্থীদের তথ্য তারা আস্থাভিত্তিক ক্ষমতা বলে সংরক্ষণ করে। কৌতূহল নিরসনের উদ্দেশে ব্যক্তিগত তথ্য প্রকাশ করা আরটিআই আইনের আওতায় পড়ে না।
২০১৭ সালের জানুয়ারিতে সিআইসি-র নির্দেশে স্থগিতাদেশ জারি করেছিল দিল্লি হাইকোর্ট। আজকের রায়ে সেই স্থগিতাদেশ বহাল থাকল। আদালত জানিয়েছে, ‘সিআইসি-র নির্দেশ বাতিল করা হচ্ছে। আদালতের এই রায়ে আপাতত মোদীর শিক্ষাগত যোগ্যতা প্রকাশ্যে আসার পথ বন্ধ রইল।