শীতের আগেই দূষণের কবলে দিল্লি, জারি GRAP-1 সতর্কতা
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩:৩০: শীতের আগেই রাজধানী দিল্লি ফের দূষণের কবলে। মঙ্গলবার দিল্লির বাতাসের গুণগত মান (AQI) পৌঁছেছে ২১১-তে, যা ‘খারাপ’ ক্যাটাগরিতে পড়ে। এই পরিস্থিতিতে দিল্লি ও এনসিআরে জারি করা হয়েছে GRAP-1 (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান-১), যা দূষণ নিয়ন্ত্রণে প্রথম ধাপের সতর্কতা।
শীতের আভাসে রাজধানী ঢেকেছে কুয়াশায়। বর্ষার বিদায়ের পর প্রতিবছরই দূষণের মাত্রা বাড়ে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। পরিবহণই দিল্লির দূষণের অন্যতম প্রধান উৎস, যা মোট দূষণের ১৭.৯ শতাংশের জন্য দায়ী।
আবহাওয়াবিদদের মতে, বৃহস্পতিবার পর্যন্ত দূষণের মাত্রা ‘খারাপ’ পর্যায়েই থাকবে। প্রশাসন ইতিমধ্যে ধুলো নিয়ন্ত্রণে অ্যান্টি-স্মগ গান, নির্মাণস্থলে কঠোর নজরদারি সহ একাধিক পদক্ষেপ নিয়েছে।
গত শীতেও ধোঁয়াশার কারণে বিমান ও রেল পরিষেবা ব্যাহত হয়েছিল। এবারও সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অতীতে GRAP-3 জারি করে অনলাইন স্কুল, পুরনো গাড়ির চলাচলে নিষেধাজ্ঞা, নির্মাণকাজ বন্ধ করা হয়েছিল।
বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবর মাসে উত্তর ভারতে দূষণের অন্যতম কারণ শস্যের গোড়া পোড়ানো, যা প্রতিবছরই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।