ভোরে ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লি, আতঙ্কে রাজধানীবাসী

ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে ছিল কম্পনের এপিসেন্টার।

February 17, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ ভূমিকম্পে আচমকাই কেঁপে ওঠে দিল্লি, নয়ডা, গাজিয়াবাদের বিস্তীর্ণ এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪ হলেও ভূমিকম্প ভালোরকম কম্পন অনুভব করেছেন দিল্লিবাসী।

ন্যাশনাল সেন্টার অফ সেসমিলজি সূত্রে খবর, সোমবার সকাল ৫টা ৩৬ মিনিটে কেঁপেছে দিল্লির বিস্তীর্ণ এলাকা। দক্ষিণ দিল্লির দুর্গাবাই দেশমুখ কলেজ অফ স্পেশ্যাল এডুকেশনের কাছেই ধৌলাকুঁয়াতে কম্পনের উৎসস্থল। কম্পন তৈরি হয়েছে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে ছিল কম্পনের এপিসেন্টার। দিল্লিবাসীদের মধ্যে অনেকেই আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। এখনও কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen