ডেরা সাচা সৌদের প্রধান রাম রহিমের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ

সোমবার পঞ্চকুলার সিবিআই আদালত ইি সাজা ঘোষণা করে।

October 18, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। আজ, সোমবার পঞ্চকুলার সিবিআই আদালত ইি সাজা ঘোষণা করে। ১৯ বছর পর শিষ্য রণজিৎ সিংকে খুন করার অপরাধে হরিয়ানার সিরসার ডেরা সাচা সৌদের প্রধান গুরমিত রাম রহিমের পাশাপাশি আরও চারজনকে আজীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত।

এরই সঙ্গে রাম রহিমের ৩১ লক্ষ টাকা এবং অন্যদের ৫০ হাজার টাকা আর্থিক জরিমানাও করা হয়েছে। উল্লেখ্য, আশ্রমের মধ্যে অসামাজিক কাজকর্মের একাধিক অভিযোগ ওঠে রাম রহিমের বিরুদ্ধে। ডেরার মধ্যে মহিলা ভক্তদের (সাধ্বী) যৌন অত্যাচার করার অভিযোগ উঠে।

এই সমস্ত অভিযোগ তুলে একটি বেনামি চিঠি ডেরার মধ্যে ছড়িয়ে পড়ে। রাম রহিমের সন্দেহ ছিল, সেই চিঠির পিছনে ছিল রণজিৎ। চিঠিটি সংবাদপত্রে প্রকাশ করেন সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি। তিনিও খুন হন। সেই খুনের মামলায় ২০১৯ সালে দোষী সাব্যস্ত করা হয় রাম রহিমকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen