ডেম্পোর পয়েন্ট নষ্টে ডার্বির ফয়সালা?শেষ চারের টিকিট নির্ভর করছে মহারণের উপর

October 30, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৫: সুপার কাপের গ্রুপ ‘ এ ‘-র পর্বের সমীকরণ এখন পুরোপুরি নির্ভর করছে ডেম্পোর উপর। যদি গোয়ান জায়ান্টরা পয়েন্ট নষ্ট করে, তাহলে সেমিফাইনালের রাস্তা কার্যত খুলে যাবে কলকাতার দুই প্রধানের জন্য। কারণ, ডেম্পো যদি হারে, তাহলে তাদের পয়েন্ট আটকে যাবে দুইতে। ড্র করলেও সর্বোচ্চ তিন পয়েন্টে পৌঁছবে তারা। এই দুই অবস্থাতেই তারা থাকবে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের পিছনে।

বর্তমানে দুই প্রধানের ঝুলিতে রয়েছে চার পয়েন্ট করে। সুতরাং, ডেম্পো যদি পয়েন্ট নষ্ট করে, তবে ডার্বিই হয়ে উঠবে সেমিফাইনালের টিকিটের আসল লড়াই। কারণ ডার্বিতে যে দল জিতবে, তারাই নিশ্চিত করবে শেষ চারের জায়গা। অর্থাৎ, এবার ডার্বি শুধু মর্যাদার লড়াই নয়, বরং সেমিফাইনালে পৌঁছানোর দারুণ সুযোগও।

তবে সমীকরণ এখানেই শেষ নয়। যদি ডেম্পো পয়েন্ট নষ্ট করে এবং ডার্বি শেষ হয় ড্র-তে, তাহলে দুই প্রধানেরই পয়েন্ট হবে পাঁচ। সেই ক্ষেত্রে গোল পার্থক্যের ভিত্তিতে নির্ধারিত হবে কে যাবে সেমিফাইনালে। বর্তমান গোল পার্থক্য অনুযায়ী, ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে। ফলে ড্র হলে লাল-হলুদের হাসিই শেষ পর্যন্ত ফুটতে পারে।

সবমিলিয়ে বলা যায়, ডেম্পোর পয়েন্ট নষ্ট করা মানেই কলকাতা ফুটবলের ঐতিহ্যবাহী ডার্বি এবার রূপ নেবে ‘নকআউট’ ম্যাচে। একদিকে মর্যাদা, অন্যদিকে শেষ চারের টিকিট—এই দুইয়ের টানাপোড়েনে জমে উঠবে মহারণের আবহ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen