ঠাকুর দেখা সঙ্গে পেটপুজো! পুজো পরিক্রমার আয়োজনে WBTC, জেনে নিন বিস্তারিত Update
বনেদি বাড়ি এবং উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন পুজো ঘুরিয়ে দেখানো হবে। শুধু কলকাতা নয়, শহরতলি ও জেলার বিভিন্ন পুজোও ঘুরিয়ে দেখানো হবে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:০২: দুয়ারে দুর্গাপুজো, এই আবহে এবার পুজো পরিক্রমার সূচি ঘোষণা করল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। ভলভো, সাধারণ বাস, লঞ্চে করে প্রতি বছরের মতো এবারেও ঠাকুর দেখার আয়োজন করেছে পরিবহণ নিগম। বনেদি বাড়ি এবং উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন পুজো ঘুরিয়ে দেখানো হবে। শুধু কলকাতা নয়, শহরতলি ও জেলার বিভিন্ন পুজোও ঘুরিয়ে দেখানো হবে।
ষষ্ঠী থেকে এসি ভলভো বাসে কলকাতার বনেদি বাড়ির পুজো দেখানো হবে। পরিক্রমার জনপ্রতি ভাড়া হবে ২২০০ টাকা। জলপথে পরিক্রমার শুরু হবে মিলেনিয়াম পার্ক থেকে। এর ভাড়া হবে জনপ্রতি ৯০০ টাকা। শহরতলী থেকে যে বাস মহানগরে আসবে পরিক্রমার জন্য তার ভাড়া হবে জনপ্রতি ২৩০০ টাকা। সব বাসে খাবারের ব্যবস্থা থাকবে। বিলাসবহুল বাসে কলকাতার গুরুত্বপূর্ণ পুজো পরিক্রমা করানো হবে। ভলভো বাসে শহরের গুরুত্বপূর্ণ পুজো দেখতে বারাসত থেকে ভাড়া হবে ২৩০০ টাকা। এসপ্ল্যানেড থেকে যে বাস ছাড়বে তাতে জনপ্রতি ভাড়া হবে ২২০০ টাকা। ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, সবই দর্শনার্থীদের দেওয়া হবে।
গ্রাম বাংলার পুজোও দেখানো হবে এসি বাসে। ধান্যকুড়িয়া ও আড়বালিয়ায় নিয়ে যাওয়া হবে পুজো দেখানোর জন্য। খরচ হবে মাথা পিছু ২২০০ টাকা। জয়রামবাটি এবং কামারপুকুরের পরিক্রমার জন্য নন এসি বাসে খরচ হবে ৮০০ টাকা।
পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম ওয়েবসাইট https://wbtconline.in/home থেকে পরিক্রমার টিকিট বুক করা যাবে। পরিবহণ নিগমের সমস্ত ডিপো থেকেও প্যাকেজ বুক করা যাবে। ৮৩০১৭৭০০০ নম্বরে যোগাযোগ করেও টিকিট বুক করা যাবে।