ট্রেনেই বিজেপি নেতার সাথে বৈঠক, ধনখড়ের আচরণে উঠছে প্রশ্ন

দার্জিলিং যাওয়ার পথে মালদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন রাজ্যপাল।

October 31, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: সংগৃহীত

শনিবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দার্জিলিং যাওয়ার পথে মালদায় ট্রেনের মধ্যেই বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। যদিও এটাকে বৈঠক বলে মানতে রাজি নন বিজেপি সাংসদ খগেন মুর্মু। তিনি জানিয়েছেন, এটি নিতান্তই সৌজন্যমূলক সাক্ষাৎকার।

এদিন দার্জিলিং যাওয়ার পথে মালদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন রাজ্যপাল। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং বৈষ্ণবনগরের বিজেপি বিধায়ক স্বাধীন সরকারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন রাজ্যপাল।

এ প্রসঙ্গে খগেন মুর্মু বলেন, ‘এটি নিতান্তই সৌজন্যমূলক সাক্ষাৎকার। তবে এর ফাঁকেই আমি জেলার রাজনৈতিক পরিস্থিতি, শাসকদলের দুর্নীতি এবং শাসকদলের হয়ে আমলাদের কাজ করার বিষয়টি তুলে ধরেছি।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen