Dhanteras 2025: আজ ধনতেরাসে সোনা কিনবেন? তার আগে জেনে নিন দাম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০০: দীপাবলি আলোর উৎসব, এ কথা আলাদা করে আর বলে দিতে হয় না। তবে, আলো কিন্তু দীপাবলিতে শুধু প্রদীপ বা ইলেকট্রিক লাইট থেকেই ঠিকরোয় না। তা ঠিকরে ওঠে মানুষের মনে আর সোনার ঔজ্জ্বল্যেও। আজ দেশজুড়ে পালিত হচ্ছে ধনতেরাস। আর ধনতেরাস মানেই সোনা কেনার হিড়িক। মূলত অবাঙালিদের মধ্যে এই রীতি প্রচলিত থাকলেও বাঙালিরাও এখন ধনতেরাসের দিনটিতে হলুদ ধাতু কেনার প্রতি ঝোঁক বাড়িয়েছেন। ধনতেরাসের বেশ কয়েকদিন আগে থেকেই আকাশ ছুঁয়েছে সোনার দাম। শেষ কয় মাস ধরে লাখের ঘরে অবস্থান করছে সোনার দাম। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এই সংখ্যা। শেষ কয় মাস ধরে সোনার দাম ক্রমে বেড়ে চলেছে। মাঝে দামের পতন হলেও সে অর্থে পতন হয়নি।
শনিবার, ১৮ অক্টোবর ধনতেরাসের দিন কলকাতায় সোনা আরও দামি হল। ২৪ ক্যারেট সোনা (১০ গ্রাম): ১ লক্ষ ৩২ হাজার ৭৮০ টাকা (শুক্রবারের থেকে ১০ টাকা বেশি)। ২৪ ক্যারেট (১ গ্রাম): ১৩ হাজার ২৭৮ টাকা (শুক্রবারের থেকে ১ টাকা বেশি)। ২৪ ক্যারেট (৮ গ্রাম): ১ লক্ষ ৬ হাজার ২২৪ টাকা (শুক্রবারের থেকে ৮ টাকা বেশি)। ২২ ক্যারেট (১০ গ্রাম): ১ লক্ষ ২১ হাজার ৭১০ টাকা (শুক্রবারের থেকে ১০ টাকা বেশি)। ২২ ক্যারেট (১ গ্রাম): ১২ হাজার ১৭১ টাকা (শুক্রবারের থেকে ১ টাকা বেশি)। ২২ ক্যারেট (৮ গ্রাম): ৯৭ হাজার ৩৬৮ টাকা (শুক্রবারের থেকে ৮ টাকা বেশি)। ১৮ ক্যারেট (১০ গ্রাম): ৯৯ হাজার ৫৯০ টাকা (শুক্রবারের থেকে ১০ টাকা বেশি)। ১৮ ক্যারেট (১ গ্রাম): ৯ হাজার ৯৫৯ টাকা (শুক্রবারের থেকে ১ টাকা বেশি)। ১৮ ক্যারেট (৮ গ্রাম): ৭৯ হাজার ৬৭২ টাকা (শুক্রবারের থেকে ৮ টাকা বেশি)।