ICU-তে ধর্মেন্দ্র! কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?

November 1, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩০:  হঠাৎই শুক্রবার রাতে প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসে। শোনা গিয়েছিল, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রুটিন চেকআপের জন্য ভর্তি হয়েছেন প্রবীণ অভিনেতা। কিন্তু রাত পেরোতেই শোনা যাচ্ছে, ICU-তে ভর্তি আছেন অভিনেতা।

জানা যাচ্ছে, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ধর্মেন্দ্রকে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আইসিইউতে রয়েছেন প্রবীণ অভিনেতা। তবে দেওল পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি। প্রবীণ অভিনেতার আইসিইউতে থাকার খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। আপাতত উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।

বিনোদন দুনিয়ায় কয়েকদিন ধরেই কানাঘুষো চলছে, ধর্মেন্দ্রর শরীর নাকি ভাল নেই।
প্রসঙ্গত, গত এপ্রিলে ধর্মেন্দ্রর চোখে অস্ত্রোপচার হয়েছিল। তখন চোখে ব্যান্ডেজ নিয়ে প্রবীণ অভিনেতার হাসপাতাল থেকে বেরনোর ভিডিও ভাইরাল হয়। আগামী ডিসেম্বরের ৮ তারিখ নব্বইয়ে পা রাখবেন ধর্মেন্দ্র। তার আগে তাঁর শরীর খারাপের খবরে চিন্তিত তাঁর অনুরাগীরা এবং বলিউড।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen