শিলং লাজংকে হারিয়ে গোল্ড কাপ চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার, উচ্ছ্বসিত অভিষেক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩:০০: ভারতীয় ফুটবলে নতুন অধ্যায় লিখল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। ওয়েল ইন্ডিয়া গোল্ড কাপ (Oil India Gold Cup) জিতল ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। শিলং লাজংকে ফাইনালে ২-০ গোলে হারিয়ে প্রথমবার ট্রফি জিতল দলটি। বৃহস্পতিবার অসমের দুলিয়াজন নেহেরু ময়দানে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচের শুরুতেই দাপট দেখায় ডায়মন্ড হারবার (Diamond Harbour)। ৮ মিনিটে ব্রাইট এনোবাখারের গোল দলকে প্রথম লিড এনে দেয়। দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। ১০ মিনিটের মধ্যেই বাড়ে ব্যবধান। বাম দিক থেকে রবিলাল মান্ডির ক্রস ধরে বাঁ পায়ে ভলিতে গোল করেন অধিনায়ক জবি জাস্টিন। সেমিফাইনালের পরে ফাইনালেও গোল করে জ্বলে উঠলেন তিনি।
প্রথম ১৮ মিনিটেই দুই গোলের লিড পেয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পাকা করে ফেলে ডায়মন্ড হারবার। শিলং লাজং কয়েকবার আক্রমণ তৈরি করলেও গোলপোস্টের নিচে দৃঢ় ছিলেন সুস্নাত মালিক। রক্ষণে নরেশ ও মেলরয়দের স্থিরতা প্রতিপক্ষকে সুযোগ দেয়নি। দ্বিতীয়ার্ধেও ডায়মন্ড হারবারের ছন্দ বজায় থাকে। শেষ বাঁশির সঙ্গে সঙ্গে জয় নিশ্চিত করে উচ্ছ্বাসে মেতে ওঠেন ফুটবলাররা।
কোচ কিবু বিকুনিয়ার তত্ত্বাবধানে একের পর এক সাফল্য পাচ্ছে ডায়মন্ড হারবার। ডুরান্ড কাপেও নজর কাড়ার পরে এবার এই মর্যাদাপূর্ণ শিরোপা। ধীরে ধীরে ভারতীয় ফুটবলে নতুন শক্তি হয়ে উঠছে তারা।
জয়ের পরে অভিনন্দন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। X-এ তিনি লিখেছেন, “ডায়মন্ড হারবার ক্লাবের জন্য গর্বের মুহূর্ত। শিলং লাজং এফসির বিরুদ্ধে দাপুটে জয়ে ওয়েল ইন্ডিয়া গোল্ড কাপ জিতেছি আমরা। দলের খেলায় ছিল শৃঙ্খলা, দৃঢ়তা আর শ্রেষ্ঠত্বের স্পষ্ট ছাপ। এই অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফদের অভিনন্দন। আমাদের সম্মিলিত যাত্রায় এই জয় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক। দমদার হারবার!”
Proud moment for @dhfootballclub as we clinch the Oil India Gold Cup with a commanding victory over Shillong Lajong FC. The performance reflected discipline, determination and excellence.
Congratulations to the players, coaches and support staff for this remarkable achievement.… https://t.co/KiQZwfvnWP
— Abhishek Banerjee (@abhishekaitc) October 30, 2025