দিল্লির ড্যামেজ কন্ট্রোলে আদৌ কি মানভঞ্জন হল? কোন পথে অর্জুনের রাজনৈতিক ভবিষ্যৎ?

বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত ছিলেন, কেন্দ্রের বস্ত্র মন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় শিল্পমন্ত্রী ও শ্রমমন্ত্রী উপস্থিত ছিলেন।

May 13, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

রাজ্যে পাট শিল্পের বেহাল দশা ও শ্রমিকদের দাবি নিয়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে গত দু’সপ্তাহ ধরেই আক্রমণ চলেছেন বারাকপুরের বিজেপি সাংসদ। ১১ মে জগদ্দলে মন্দির উদ্বোধনের কলসযাত্রাতে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে পদযাত্রায় অংশ নেন তিনি। তৃণমূল বিধায়কের সঙ্গে একই কর্মসূচিতে অংশ নিতেই সাংসদের দলবদলের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব আসরে নেমে পড়েন। অর্জুন সিংহকে দলে ধরে রাখতে মরিয়া হয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলকে দিয়ে অর্জুনকে দিল্লি ডেকে পাঠিয়ে বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় পাটশিল্প নিয়ে বৈঠক করে চার সদস্যর কমিটি গঠন করে একগুচ্ছ ‘আশ্বাস’ দিল কেন্দ্র। বৈঠকে আদৌ কি তুষ্ট হলেন অর্জুন? নাকি জারি থাকবে বিদ্রোহ, এক সপ্তাহের মধ্যে তা জানা যাবে।

বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত ছিলেন, কেন্দ্রের বস্ত্র মন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় শিল্পমন্ত্রী ও শ্রমমন্ত্রী উপস্থিত ছিলেন। উক্ত বৈঠকে বস্ত্রমন্ত্রীর আশ্বাস নিয়ে অবশ‌্য খুব একটা খুশি নন বারাকপুরের বিজেপি সাংসদ, তা প্রকাশ্যেই স্বীকার করে নিয়েছেন তিনি। অর্জুন সিংহের কথায়, “মিটিংয়েই মন্ত্রীকে বলেছি, এমন বহু কমিটি হয়, কিন্তু বছরের পর বছর সমস্যাগুলো থেকে যায়। দেখি কমিটি পাটশ্রমিক ও চাষিদের কথা কতটা কার্যকর করে।” অর্জুনকে উপদেষ্টা করে গঠিত চার সদস্যর ওই কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন বস্ত্র, শিল্প, খাদ্য ও কৃষি দপ্তরের সচিব পর্যায়ের অফিসাররা। রাতে বস্ত্রমন্ত্রীর প্রতিশ্রুতি উল্লেখ করে অর্জুন দাবি করেন, “আমাকে আশ্বস্ত করা হয়েছে যে আগামী সপ্তাহে পাটের উর্ধ্বসীমা কেন্দ্রীয় সরকার তুলে নেবে।” এছাড়াও কেন্দ্রের ট্যারিফ কমিশন বিভিন্ন জুটমিলে ঘুরে শ্রমিকদের পিএফ, গ্র্যাচুইটি এবং অন্যান্য পাওনা-গণ্ডা নিয়ে ব্যবস্থা নেবে বলে এদিন আশ্বাস দেওয়া হয়েছে বারাকপুরের সাংসদকে।

সূত্রের খবর, কেন্দ্রকে সরাসরি ১০ দিনের “আল্টিমেটাম” দিয়েছেন অর্জুন। এই চূড়ান্ত সময়সীমার মধ্যে সমস্যার সমাধান না হলে, ফের আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন। এতেই আরও জোরালো হয়েছে তাঁর দল বদলের জল্পনা। অন্যদিকে, বিজেপি কর্মীর আত্মহত্যাকে রাজনৈতিক খুন বলে চালানোর প্রচেষ্টা চূড়ান্তভাবে ব্যর্থ হওয়াতে রাজ্য রাজনীতির ময়দানে ব্যাকফুটে চলে গিয়েছে বঙ্গ বিজেপি। দলীয় নেতা-কর্মীদের দল বদল, লাগাতার নির্বাচনে হার; একের পর এক আঘাতে পদ্ম শিবির ছত্রভঙ্গ। এমতাবস্থায়, দলীয় সাংসদের দল বদল আটকাতে মরিয়া কেন্দ্রের বিজেপি। কিন্তু কেন্দ্রীয় বিজেপির চেষ্টা কি সফল হবে? নাকি জারি থাকবে অর্জুনের বিদ্রোহ? ঘরে ফিরবেন তিনি? কোন পথে ব্যারাকপুরের সাংসদের রাজনৈতিক ভবিষ্যৎ? অর্জুন সিংহের দেওয়া চূড়ান্ত সময়সীমা অর্থাৎ আগামী সপ্তাহেই মিলবে তার উত্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen