বিহারের ভোট সমীকরণ মাথায় রেখে জাতগণনার সিদ্ধান্ত মোদী সরকারের?
চলতি বছরে শেষে বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে নীতীশকে ‘তুষ্ট’ রাখতেই কি এই সিদ্ধান্ত নিল মোদীর মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটি?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জাতগণনাও করা হবে। বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক কমিটি। দীর্ঘদিন ধরেই জাতগণনার দাবিতে সরব ছিল বিভিন্ন রাজনৈতিক দল। কোনও কোনও রাজ্যে আলাদা ভাবে জাত সমীক্ষাও হয়েছে। তার মধ্যে অন্যতম বিহার। বিহারের মুখ্যমন্ত্রী তথা বিজেপির জোটসঙ্গী নীতীশ কুমারও জাতগণনার দাবিতে সরব ছিলেন। নিজের রাজ্যেও জাত সমীক্ষার তথ্যও প্রকাশ করেছিলেন তিনি।
চলতি বছরে শেষে বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে নীতীশকে ‘তুষ্ট’ রাখতেই কি এই সিদ্ধান্ত নিল মোদীর মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটি? এমন প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। যদিও জাতগণনার প্রসঙ্গে বিজেপি কখনও প্রকাশ্যে বিরোধিতা করেনি। এই অবস্থায় গত এক দশক ধরে ক্ষমতায় থাকা মোদী সরকারের হঠাৎ এই সিদ্ধান্ত ঘিরে বিহারের ভোটের রাজনৈতিক সমীকরণ খুঁজতে শুরু করেছেন অনেকে।
বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে কেন্দ্রীয় রেল ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি আজ সিদ্ধান্ত নিয়েছে, আগামী জনগণনার সঙ্গে জাতগণনার তথ্যও যুক্ত করা উচিত।’ তার কথায় কিছু রাজ্য জাতগত তথ্যসংগ্রহের কাজ করলেও তার পদ্ধতি সঠিক ছিল না। কিছু রাজ্য এই সমীক্ষা ভাল ভাবে করলেও বাকি রাজ্যগুলির সমীক্ষায় অস্বচ্ছতা এবং রাজনৈতিক দৃষ্টিকোণ রয়ে গিয়েছে। রাজনীতির কারণে যাতে সমাজের শৃঙ্খলায় কোনও প্রভাব না-পড়ে সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।