মাথানত করল ভেনেজুয়েলা? ট্রাম্পের হুমকিতে সুর বদল ডেলসির

January 5, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির সামনে মাথানত করল ভেনেজুয়েলা? প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তারির পর অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেন মাদুরোর ডেপুটি ডেলসি রড্রিগেজ (Delcy Rodriguez)। দায়িত্ব নিয়েই তিনি আমেরিকার বিরুদ্ধে সরব হয়েছিলেন। কিন্তু তারপর ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে সুর বদলে ফেললেন তিনি। আমেরিকার কাছে সহযোগিতার আহ্বান জানান ডেলসি।

মাদুরোর গ্রেপ্তারির পর ভেনেজুয়েলা জানিয়েছিল, আমেরিকার সাম্রাজ্যবাদী মানসিকতা নেবে না ভেনেজুয়েলা। মাদুরোর গ্রেপ্তারির তীব্র নিন্দা করে তাঁকে ফিরিয়ে দেওয়ার বার্তা দেন ডেলসি। দায়িত্ব নিয়েই ডেলসি জানান, “আমরা কখনও কারও দাসত্ব করব না। কোনও সাম্রাজ্যের উপনিবেশ আর আমরা হব না। আমরা ভেনেজুয়েলাকে রক্ষা করতে প্রস্তুত।” পাল্টা ট্রাম্পের হুঁশিয়ারি, “রড্রিগেস যদি মার্কিন স্বার্থের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করেন, তা হলে তাঁকে মাদুরোর থেকেও বড় মূল্য দিতে হতে পারে।” ভেনেজুয়েলায় ফের সামরিক আক্রমণেরও হুঁশিয়ারি দেন ট্রাম্প।

মার্কিন হুঁশিয়ারির পরই ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ভোল বদলালেন। সমাজ মাধ্যমে আমেরিকার উদ্দেশ্যে বার্তা দেন ডেলসি। আমেরিকার কাছে সহযোগিতার আবেদন জানিয়ে ডেলসি লেখেন, ‘‘আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে শ্রদ্ধাশীল সম্পর্ক তৈরি করাই আমাদের অগ্রাধিকার। পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার জন্য আমেরিকার সরকারকে আহ্বান জানাচ্ছি আমরা।’’

উল্লেখ্য, মাদুরো অপহরণের পর ডেলসিকে নিয়ে ইতিবাচক বার্তাই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি আমেরিকার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এমনই বার্তা ছিল তাঁর। ডেলসি সে পথে হাঁটেননি। ট্রাম্পের কাছে মাদুরোর জীবিত থাকার প্রমাণ চান তিনি। তিনি মাদুরো ও তাঁর স্ত্রীর মুক্তির দাবিতে সরব হন। ট্রাম্পের হুঁশিয়ারির পরই আমেরিকার দিকে বন্ধুতার হাত বাড়ালেন ডেলসি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen