দীঘা জগন্নাথধাম: মন্দিরে পুজো দেওয়ার সময়, নিয়ম জানেন?
সকাল সাতটা, দশটা, বারোটা ও সন্ধে ছটায় ভোগ নিবেদন করা হবে। আর দুপুরে তিন দেবদেবীকে রাজভোগ নিবেদন করা হবে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার অক্ষয় তৃতীয়ায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সর্বসাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হয়েছে। কাতারে কাতারে মানুষ সৈকত নগরীতে জগন্নাথ দর্শনে যাচ্ছেন।
মন্দিরে পুজো দেওয়া বা প্রবেশের নিয়ম জানেন?
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত জগন্নাথদেবকে দর্শন করা যাবে। সুষ্ঠু ব্যবস্থা করা হয়েছে যাতে বেশি জমায়েত না সৃষ্টি হয়। সকাল সাতটা, দশটা, বারোটা ও সন্ধে ছটায় ভোগ নিবেদন করা হবে। আর দুপুরে তিন দেবদেবীকে রাজভোগ নিবেদন করা হবে।
মন্দিরে প্রবেশের ক্ষেত্রে নিয়ম মেনে চলতে হবে ভক্তদের। মন্দিরে মোট সাতটি দরজা রয়েছে। এক, দুই, তিন ও ছয় নম্বর দরজা দিয়ে আপাতত প্রবেশ করা যাবে। মূল দরজার সামনে কাউন্টার রয়েছে। সেই কাউন্টারে জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে। পুরীর মন্দিরে যে যে নিয়ম মানা হয়, এখানেও সে সব মানা হবে। পুরীর মতো এই মন্দিরের চূড়াতেও প্রতিদিন ধ্বজা লাগানো হবে। বিকেলে সেই ধ্বজা খুলে নেওয়া হবে।