প্রয়াত পরিচালক নিশিকান্ত কামাত

ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ী ‘সিরোসিস অফ লিভার’ সমস্যায় ভুগছিলেন ৷ সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷

August 17, 2020 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

২০২০ সালটা যেন শুধু খারাপ খবরের ৷ ফের বড় ধাক্কা বলিউডে ৷ প্রয়াত পরিচালক নিশিকান্ত কামাত ৷ ‘দৃশ্যম’, ‘মুম্বই মেরি জান’-এর মতো বেশ কয়েকটি হিট ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন ৷ গত কয়েকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন ৷ ভর্তি ছিলেন হায়দরাবাদের একটি হাসপাতালে ৷ ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ী ‘সিরোসিস অফ লিভার’ সমস্যায় ভুগছিলেন ৷ সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ 

মারাঠি ছবি ডম্বিভালি ফাস্টের সঙ্গে ২০০৫ সালে পরিচালক হিসাবে কাজ করা শুরু করেন নিশিকান্ত। প্রথম ছবিতে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি এসেছিল জাতীয় স্বীকৃতি। ২০০৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেরা মারাঠি ছবির পুুরস্কার পেয়েছিল এই ছবি।

প্রায় এক দশক পর নিশিকান্ত কামাত জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তাঁর মালায়লম ছবির হিন্দি রিমেক ‘দৃশ্যম’ -এর জন্য। পরিচালকের পাশাপাশি একজন সুদক্ষ অভিনেতা নিশিকান্ত কামাত। সাচেত আচ ঘারাত, রকি হ্যান্ডসম, ভাবেশ জোশি সুপারহিরো,ফুগে এবং জুলি-২’তে অভিনয় করেছেন নিশিকান্ত কামাত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen