প্রয়াত ‘জননী’ খ্যাত পরিচালক বিষ্ণু পাল চৌধুরী
প্রয়াত পরিচালক ফুসফুসে ক্যান্সারে ভুগছিলেন।
Authored By:

প্রয়াত দূরদর্শনের মেগা সিরিয়াল ‘জননী’ খ্যাত পরিচালক বিষ্ণু পাল চৌধুরী। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার কলকাতার বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াণ হয় তাঁর।
প্রয়াত পরিচালক ফুসফুসে ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসার জন্য মুম্বইয়েও গিয়ে প্রথম কেমো নিয়ে গত মঙ্গলবার কলকাতায় ফেরেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে বাইপাস সংলগ্ন ওই হাসাপাতালে তাঁকে ভর্তি করা হয়।
পরিচালক বিষ্ণু পাল চৌধুরীর ‘জননী’ মেগা সিরিয়ালটি নব্বইয়ের দশকে বাংলা টেলিভিশন আলোড়ন ফেলেছিল। এই মেগা সিরিয়ালটির অন্যতম আকর্ষণ ছিলেন। জননী ছাড়াও ‘স্বপ্ন নিয়ে’ নামে একটি ছবি পরিচালনা করেছেন বিষ্ণু পাল চৌধুরী।