হারের লজ্জা ঢাকতে নোংরা অঙ্গভঙ্গি! পাকিস্তানি পেসার হ্যারিস রউফের ‘জেট ডাউন’ কাণ্ডে তীব্র সমালোচনা

September 22, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:৪০: এশিয়া কাপ সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে হারের ক্ষোভে আচমকাই বিতর্কে জড়ালেন পাকিস্তানের পেসার হ্যারিস রউফ। ম্যাচ চলাকালীন তিনি এক অশালীন ‘জেট-ডাউন’ অঙ্গভঙ্গি করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সমালোচকরা মনে করছেন, এই অঙ্গভঙ্গির মাধ্যমে রউফ ইঙ্গিত করেছেন যে পাকিস্তান নাকি অপারেশন ‘সিন্দূর’-এ ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছে যা বহু আগেই ভুয়ো দাবি হিসেবে প্রমাণিত। একজন আন্তর্জাতিক ক্রিকেটারের কাছ থেকে এমন কাণ্ড সমর্থনের যোগ্য নয় বলেই ক্ষোভ উগরে দিয়েছেন ভক্তরা।

ক্রিকেটকে সবসময়ই ভদ্রলোকের খেলা হিসেবে ধরা হয়। ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এমন নীচু মানসিকতার উদাহরণ মেলে না। কিন্তু পাকিস্তানের হয়ে খেলা রউফের এমন আচরণ কেবল খেলার মর্যাদাকেই খাটো করেনি, বরং খেলোয়াড়সুলভ মানসিকতার অভাবকেও প্রকাশ করেছে।

শুধু রউফ নন, একই ম্যাচে আরেক বিতর্কে জড়ান পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহান। অর্ধশতরান পূর্ণ করার পর তিনি বন্দুক চালানোর মতো জেশ্চার করেন। অনেকেই মনে করছেন, এটি কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে বিদ্রূপমূলক। যদিও কিছু পাকিস্তানি সমর্থক দাবি করেছেন, পাকিস্তানের সংস্কৃতিতে এমন উদযাপন প্রচলিত এবং ফারহানের উদ্দেশ্য বিদ্রূপ নয়।

মাঠের খেলায় অবশ্য ভারতীয় ব্যাটারদের কাছে কার্যত উড়ে যায় পাকিস্তান। টসে হেরে ব্যাট করতে নেমে ফারহানের ৫৮ রানের ইনিংসে ভর করে পাকিস্তান তোলে ১৭১ রান। কিন্তু সেই স্কোরকে তুচ্ছ প্রমাণ করেন ভারতের ওপেনার শুভমন গিল ও অভিষেক শর্মা। মাত্র ৫২ বলে জুটিতে ১০৫ রান যোগ করে ম্যাচের দিক সম্পূর্ণ ঘুরিয়ে দেন তারা। গিল ৪৭ রানে আউট হলেও অভিষেক ঝড় তুলেন ৭৪ রানে, আর ভারত ৭ উইকেটে সহজ জয়ে পাকিস্তানকে হেলায় হারায়।

রউফ ও ফারহানের এই কাণ্ড পাকিস্তানি ক্রিকেটের ভাবমূর্তি আরও একবার প্রশ্নের মুখে দাঁড় করাল, যেখানে খেলোয়াড়দের দায়িত্বশীল আচরণ এখন সবচেয়ে বেশি প্রয়োজন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen