সামনেই দীপাবলি, মাটির প্রদীপ তৈরিতে দিনরাত এক হাবড়ার মৃৎশিল্পীদের

October 9, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০৩: আলোর উৎসব দীপাবলি আসতে আর মাত্র কয়েকদিন। তার আগেই উত্তর ২৪ পরগনার হাবড়ার (Habra) মৃৎশিল্পীদের মধ্যে চলছে তীব্র তোড়জোড়। মাস দুই ধরে প্রদীপ তৈরির কাজে এতটাই ব্যস্ত তাঁরা, যে কার্যত নাওয়া-খাওয়ার সময়ও নেই।

বৃষ্টির কারণে মাঝপথে কাজ ব্যাহত হলেও এখন প্রতিদিন হাজার হাজার মাটির প্রদীপ (Clay Lamp) তৈরি হচ্ছে স্থানীয় কারখানাগুলিতে। কিছু প্রদীপ তৈরি হচ্ছে হাতে, কিছু আবার মেশিনের সাহায্যে। এই প্রদীপগুলো দীপাবলির আগে ছড়িয়ে পড়বে রাজ্যের নানা বাজারে।

যদিও বাজারে আধুনিক ইলেকট্রিক প্রদীপের রমরমা রয়েছে, তবু মাটির প্রদীপের চাহিদা এখনও অটুট। মন্দিরে বা বাড়িতে দীপাবলির রাতে ঐতিহ্যবাহী প্রদীপ জ্বালানোর রীতির জন্যই এই চাহিদা বলে জানাচ্ছেন শিল্পীরা।

পুরুষদের পাশাপাশি মহিলারাও সমানভাবে যুক্ত হয়েছেন এই শিল্পে। কেউ হাতে তৈরি করছেন, কেউ মেশিনে। তাঁদের দাবি, “যতই আধুনিক প্রদীপ আসুক, মাটির প্রদীপের বিকল্প নেই।”

এই শিল্পের মাধ্যমে অনেক মহিলাই স্বনির্ভর হচ্ছেন। সারা বছরই প্রদীপ তৈরি হলেও দীপাবলির আগে চাহিদা থাকে সর্বোচ্চ। ফলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে চলেছেন তাঁরা।

দীপাবলির আলোয় আলোকিত হবে ঘরবাড়ি, আর সেই আলো পৌঁছে দিতে দিনরাত এক করে কাজ করছেন হাবড়ার মৃৎশিল্পীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen