দেশে বেড়েছে কুকুরের কামড়ের ঘটনা, দিনে কত মানুষ হামলার শিকার হন?

কেন্দ্র আশানুরূপ সাফল্য পায়নি, তা খোদ সরকারের রিপোর্টেই প্রমাণিত হয়েছে।

September 23, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: K9 of Mine

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত এক রিপোর্ট জানাচ্ছে, প্রতি ঘণ্টায় দেশের সাড়ে তিনশো জন মানুষ কুকুরের কামড়ের শিকার হন। ২০২১ সালের তুলনায় ২০২৩ সালে কুকুরের হামলার ঘটনা দ্বিগুণ বেড়ে গিয়েছে। ২০২১ সালে প্রতি ঘণ্টায় সারমেয় হামলার সংখ্যা ছিল ১৯৫, ২০২৩ সালে বেড়ে হয়েছে ৩৫০।

দেশজুড়ে ৩০ লক্ষ ৪৩ হাজার মানুষ কুকুরের হামলার মুখে পড়েছেন গত বছর। তার মধ্যে ২৮৬ জনের মৃত্যু হয়েছে। ২০২২ সালে ৪৬ লক্ষ ৫৪ হাজার অ্যান্টি-র‌্যাবিস টিকাও দেওয়া হয়েছে। দ্বাদশতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে টিকাকরণ কর্মসূচি নেওয়া হয়েছিল। তারপরও কুকুরের কামড়ে মৃতের সংখ্যা যে হারে বেড়েছে, তা উদ্বেগের। টিকাকরণের পাশাপাশি পথকুকুরের জন্ম নিয়ন্ত্রণ দরকার। কেন্দ্র আশানুরূপ সাফল্য পায়নি, তা খোদ সরকারের রিপোর্টেই প্রমাণিত হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen