কুকুরের ‘যাবজ্জীবন’! অবাক কাণ্ড ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে

September 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১০: দিল্লির ডবল ইঞ্জিন সরকার কুকুর মুক্ত রাজধানী গড়ার পদক্ষেপ শুরু করেছিল। পশুপ্রেমীদের লড়াইয়ে তা রুখে দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। এবার আজব কাণ্ড ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। পথ কুকুরদের (Stray Dogs) ‘যাবজ্জীবন’ কারাবাসের সাজা দেবে যোগীপ্রশাসন।

 

উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, যদি কোনও পথকুকুর কোনও মানুষকে একবার কামড়ায়, তাহলে ১০ দিন পশু আশ্রয়কেন্দ্রে রাখা হবে সেই কুকুরকে। যে সব পথকুকুর দ্বিতীয়বার মানুষকে কামড়াবে, তাদের যাবজ্জীবন (Life Imprisonment) বন্দি থাকতে হবে। প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর প্রশাসন এমন নির্দেশ দিয়েছে। দাবি করা হয়েছে, পথকুকুরদের কামড়ানোর ঘটনা কমাতে এই পদক্ষেপ করা হয়েছে।

 

কোনও মানুষ যদি তাদের দত্তক নিতে চায়, তাহলে হলফনামা জমা দিতে হবে যে, কুকুরটিকে কখনও রাস্তায় ছেড়ে দেওয়া হবে না। পশু চিকিৎসক, পশু আচরণ বিশ্লেষণকারীদের নিয়ে তিন সদস্যের কমিটি থাকবে। যারা খতিয়ে দেখবে, কুকুরের কামড়ের কারণ উসকানি কি-না। কেউ যদি দোষী সাব্যস্ত হন, তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। জানা গিয়েছে, রাজ্যের সমস্ত পুরসভা ও গ্রাম পঞ্চায়েতকে রাজ্যের মুখ্যসচিব অমৃত অভিজাত একটি নির্দেশিকা পাঠিয়ে এ বিষয়ে। বলা হয়েছে, যদি কোনও ব্যক্তি পথকুকুর কামড়ানোর পর জলাতঙ্কের টিকা নেন, তাহলে ঘটনার তদন্ত হবে। অভিযুক্ত কুকুরটিকে নিকটতম পশু জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। সেখানে তাকে ১০ দিনের জন্য পর্যবেক্ষণে রাখা হবে এবং তার আচরণ লক্ষ্য করা হবে। ছাড়ার আগে কুকুরটির গায়ে একটি মাইক্রোচিপ বসানো হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen