শুক্রবার দোল পূর্ণিমা, দেদার বিকোচ্ছে মঠ, ফুট কড়াই

কড়াইয়ের দাম, ১০০ থেকে ১২০ টাকা কেজি। প্যাকেটবন্দি মঠ‑ফুট কড়াইয়ের চাহিদাও খুব। ছোট আকারের প্যাকেটের দর ১০ থেকে ১৫ টাকা।

March 13, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামীকাল, শুক্রবার দোল পূর্ণিমা। দোল উপলক্ষ্যে বিভিন্ন মঠ‑মন্দিরে বিশেষ পুজো হয়। পুজোয় প্রথা মেনে মঠ ও ফুট কড়াই দেওয়া হয় দেবতাকে। বুধবার দিনভর কলকাতার দোকানে দোকানে বিক্রি হয়েছে সাদা, হলুদ, গোলাপী মঠ। ফুট কড়াইও বিক্রি হয়েছে দেদার। কড়াইয়ের দাম, ১০০ থেকে ১২০ টাকা কেজি। প্যাকেটবন্দি মঠ‑ফুট কড়াইয়ের চাহিদাও খুব। ছোট আকারের প্যাকেটের দর ১০ থেকে ১৫ টাকা।

দোল পূর্ণিমা উপলক্ষ্যে রাধা‑কৃষ্ণের মন্দিরে বাতাসা লুট হয়। বাতাসা বিক্রিও হয়েছে প্রচুর। শ্যামবাজার, হাতিবাগান, শোভাবাজার, মানিকতলা, বাগবাজার, গড়িয়াহাট, বাগুইআটি, বরাহনগর, সোদপুর ইত্যাদি এলাকায় দেখা গিয়েছে, রঙ, পিচকিরি, আবিরের পাশাপাশি খই, মুড়কি, চিঁড়ে, মঠ ও ফুট কড়াই বিক্রি হচ্ছে। দোল উপলক্ষ্যে বাড়িতে বাড়িতে গৃহদেবতার পুজো হয়। ভোগে অবশ্যই দিতে হয় মঠ‑ফুট কড়াই। কেজি কেজি মঠ, ফুট কড়াই এবং হরির লুটের বাতাসা কিনেছেন মানুষজন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen