রাশিয়ার দুই বৃহত্তম তেল সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি আমেরিকার

October 23, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩০: রাশিয়ার দুই বৃহত্তম তেল সংস্থা, রসনেফট ও লুকওইলের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসন। বুধবার, এই মর্মে ঘোষণা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। আমেরিকার অভিযোগ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War) নিয়ে আলোচনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ‘সৎ ও স্পষ্ট’ আচরণ করেননি। ট্রাম্প-পুতিন বৈঠক বাতিল করে ওয়াশিংটন জানায়, যুদ্ধবিরতি আলোচনায় মস্কোর সঙ্গে কোনও অগ্রগতি হয়নি।

বেসেন্টের দাবি, রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা যতগুলি বড় নিষেধাজ্ঞা নিয়েছে, এটি তার অন্যতম।বেসেন্ট বলেন, “পুতিন অর্থহীন যুদ্ধের সমাপ্তি ঘটাতে অস্বীকার করেছেন। তাই ক্রেমলিনকে অর্থ জোগানো দুই বৃহত্তম তেল সংস্থাকে নিষিদ্ধ করা হচ্ছে।” প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত ট্রেজারি বিভাগ বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। বেসেন্ট বলেন, ভাবা হয়েছিল পুতিন সৎভাবে আলোচনায় আসবেন। কিন্তু সেটা হয়নি। তিনি আরও জানান, গত আগস্টে আলাস্কায় দুই নেতার বৈঠকে ট্রাম্প বুঝতে পারেন আলোচনা কোনও দিকে এগোচ্ছে না, তাই তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ২০২৭ সালের মধ্যে রুশ তরল প্রাকৃতিক গ্যাস আমদানি নিষেধ, রাশিয়ার তেল ট্যাঙ্কার ব্ল্যাকলিস্ট করা এবং রুশ কূটনীতিকদের ভিসা সীমাবদ্ধতা সহ একাধিক বিধি জারি করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen