Trump: বন্ধু মোদীর ওপর রাগ করে কোয়াড সম্মেলনে ভারত আসেবন না ট্রাম্প

অর্থাৎ, “বন্ধু” মোদীর ওপর রাগ করেই ভারতের প্রতি বিরাগভাজন হয়েছেন ট্রাম্প। এই পরিস্থিতিতেই তাঁর ভারত সফর এজেন্ডা থেকে সরিয়ে নেওয়া হয়েছে

August 31, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.২০: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তাঁর আসন্ন ভারত সফর বাতিল (cancel) করতে চলেছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। বাণিজ্যিক ইস্যুতে উত্তাপ বৃদ্ধির প্রেক্ষাপটে ট্রাম্প সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানানো হয়েছে প্রতিবেদনে। এর ফলে কোয়াড সম্মেলনেও (QUAD Summit) অংশ নেওয়া থেকে বিরত থাকতে পারেন ট্রাম্প।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য সংঘাত এবং রাশিয়া থেকে তেল কেনাকে (Russian oil) এই উত্তেজনার জন্য দায়ী করা হলেও আরও কিছু ইস্যু রয়েছে এর পেছনে। এতে একটি বড় ইস্যু হলো, গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে পহেলগাঁও পরবর্তী সংঘর্ষ কমানোর পেছনে তাঁর ভূমিকা ছিল বলে ট্রাম্পের দাবি। সেই দাবিকে ভারতের সরকারি স্তরে স্বীকৃতি না দেওয়াই এই বিরোধের অন্যতম কারণ।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ট্রাম্প নিজের জন্য নোবেল শান্তি পুরস্কারের (Nobel Peace Prize) জন্য ভারতের সমর্থন চেয়েছিলেন, যা দেওয়া হয়নি। অর্থাৎ, “বন্ধু” মোদীর ওপর রাগ করেই ভারতের প্রতি বিরাগভাজন হয়েছেন ট্রাম্প। এই পরিস্থিতিতেই তাঁর ভারত সফর এজেন্ডা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen