অপপ্রচারে কান দেবেন না, আপনার কাজটা করে যান: পুলিশকর্মীদের বার্তা মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০০: দুর্গাপুজোর উৎসবের আবহে পুলিশকর্মীদের মনোবল বাড়াতে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার আলিপুর বডিলাইনসের (Alipore Bodyguard Lines) পুজো উদ্বোধনে গিয়ে রাজ্যের পুলিশকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “যাদের কাজই হল নিন্দা করা, তারা নিন্দা করবেই। আপনি আপনার কাজটা করে যান। যারা অপপ্রচার করে, তাদের কথায় কান দেবেন না। কারণ ৫ জনের জন্য তো আর ৯৫ জনকে বঞ্চিত করা ঠিক নয়।”
নিজের উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “আমি ভূতের মতো সারাদিন খাটি, তবুও সবচেয়ে বেশি গালাগালি আমাকেই খেতে হয়। তবু আমি বিশ্বাস করি, ক্ষমায় সবচেয়ে বড় ধর্ম।” তাঁর বক্তব্যে উঠে আসে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি রাজনৈতিক নেত্রী হিসেবে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও আবেগ।
পুজোর সময় পুলিশকর্মীদের অতিরিক্ত দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, অনেকেই বাড়ি যেতে পারেন না, অথচ সামান্য কিছু ঘটলেই তাঁদেরই গালাগাল শুনতে হয়। তাই তাঁদের সম্মান ও স্বীকৃতি নিশ্চিত করার উপর জোর দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, পুলিশ পরিবারের (Police Family) অবদানও তুলে ধরেন তিনি। জানান, কোনও পুলিশ কর্মীর মৃত্যু হলে পরিবারের একজনকে চাকরি দিয়ে সহায়তা করা হয়।
এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি রাজ্যের বিভিন্ন জেলার শতাধিক পুজোর উদ্বোধন করেন। আলিপুর বডিলাইনসের মণ্ডপ এবার তৈরি হয়েছে দিঘার জগন্নাথ ধামের আদলে। সেই প্রসঙ্গে তিনি বলেন, “যেভাবে দীঘার মণ্ডপকে তুলে এনেছেন, কোনও কথায় তার উপমা হবে না।”
পুলিশ বিভাগের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করে সেরা পুলিশকে পুরস্কৃত করার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি, ভবিষ্যতে রাজ্য পুলিশে আরও বেশি মহিলাদের অন্তর্ভুক্ত করার ইঙ্গিতও দেন।