গোবরডাঙায় খুলল না দরজা, যাত্রীদের নিয়ে ফের ফিরল ট্রেন, AC Local-র বিভ্রাটে ক্ষোভ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.০০: শিয়ালদহ থেকে বনগাঁ হয়ে রানাঘাটগামী এসি লোকাল ট্রেনে (AC Local Train) বুধবার সন্ধ্যায় বড়সড় বিভ্রাট। গোবরডাঙা স্টেশনে থামলেও খুলল না ট্রেনের দরজা, ফলে যাত্রীরা নামতে না পেরে হতবাক। ট্রেনটি যাত্রীদের নামানোর আগেই ঠাকুরনগরের দিকে এগিয়ে যায়, পরে মাঝপথ থেকে ফের গোবরডাঙায় ফিরিয়ে আনা হয়।
বুধবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ট্রেনটির গোবরডাঙা স্টেশনে (Gobardanga Station) পৌঁছনোর কথা ছিল। ট্রেন থামলেও দরজা না খোলায় যাত্রীরা প্ল্যাটফর্মে নামতে পারেননি। কামরার ভিতরে থাকা RPF কর্মীরা লোকো পাইলটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। শেষে ঠাকুরনগর ও গোবরডাঙার মাঝামাঝি জায়গায় ট্রেন থামিয়ে ফের স্টেশনে ফিরিয়ে আনা হয়।
প্রতিদিন এই ট্রেনে অফিস থেকে বাড়ি ফেরেন রাহুল মিত্র। তিনি জানান, এসি ট্রেনের টিকিটের জন্য এত টাকা খরচ করেন শুধুমাত্র একটু আরামে যাতায়াতের আশায়। রেল কর্তৃপক্ষ এই পরিষেবাকে ‘প্রিমিয়াম’ বলে প্রচার করলেও, বাস্তবে তার মান নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
দমদম ক্যান্টনমেন্ট থেকে ট্রেনে ওঠেন বিশাল দত্ত। তাঁর মতে, এমন ঘটনা নতুন নয়। কয়েক দিন আগেও মধ্যমগ্রাম স্টেশনে প্ল্যাটফর্মের উল্টো দিকের দরজা খুলে গিয়েছিল। পরে তা সংশোধন করা হয়। তিনি বলেন, প্রতিদিন হন্তদন্ত করে মেট্রো ধরে ট্রেন ধরতে হয়, আরামদায়ক যাত্রার আশায় বেশি টাকা খরচ করেও যদি এমন সমস্যার মুখে পড়তে হয়, তাহলে তা মেনে নেওয়া কঠিন।