স্বাস্থ্যসঙ্কটে ‘ডবল ইঞ্জিন’ রাজ্য আর মোদীর বিদেশ ভ্রমণে খরচ ৩৬২ কোটি! BJP-কে মোক্ষম জবাব তৃণমূলের

January 5, 2026 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩০: চিকিৎসা বিভ্রাট নিয়ে বিজেপিকে আয়না দেখাল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পরিবারের সদস্যদের বিদেশে চিকিৎসা করানো নিয়ে বিজেপির (BJP) কটাক্ষের কড়া জবাব দিল তৃণমূল কংগ্রেস (TMC)। ব্যক্তিগত আক্রমণের পথে না হেঁটে, পালটা পরিসংখ্যান দিয়ে প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণের বিপুল খরচ এবং বিজেপি শাসিত ‘ডবল ইঞ্জিন’ রাজ্যগুলোর ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থাকে হাতিয়ার করে তোপ দাগল রাজ্যের শাসক দল।

সংঘাতের সূত্রপাত বঙ্গ বিজেপির একটি X (সাবেক টুইটার) পোস্টকে কেন্দ্র করে। ওই পোস্টে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে লেখা হয়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়রা যখন চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) যান, তখন বাংলার ছেলেমেয়েদের কঙ্কালসার স্বাস্থ্য পরিকাঠামোর ওপর নির্ভর করতে হয় অথবা সঠিক চিকিৎসার জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে হয়।” বিজেপির (BJP) আরও অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার পর নির্বাচনের ঠিক আগে তৃণমূল কংগ্রেসের অস্থায়ী স্বাস্থ্য শিবির চালু করা আসলে একপ্রকার জালিয়াতি, যা রাজ্যের নড়বড়ে স্বাস্থ্য ব্যবস্থাকেই বেআব্রু করে দিচ্ছে।

বিজেপির এই আক্রমণের জবাব দিতে দেরি করেনি তৃণমূল (TMC)। দলের অফিশিয়াল X হ্যান্ডেল থেকে একটি পোস্টে গেরুয়া শিবিরকে আয়নায় নিজেদের মুখ দেখার পরামর্শ দেওয়া হয়েছে। তৃণমূলের পোস্টে লেখা হয়, “অন্যদের শারীরিক অসুস্থতা বা দুর্বলতা নিয়ে সস্তা রাজনীতি করার আগে আপনাদের উচিত আপনাদের ‘প্রধান সেবকের’ জাঁকজমকপূর্ণ বিদেশ ভ্রমণের দিকে তাকানো।”

 

তৃণমূলের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ৫ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিদেশ ভ্রমণের জন্য সরকারি কোষাগার থেকে খরচ হয়েছে প্রায় ৩৬২ কোটি টাকা। আরও চমকপ্রদ তথ্য হিসেবে দাবি করা হয়েছে, শুধুমাত্র ২০২৫ সালেই প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচের পরিমাণ ৬৭ কোটি টাকার বেশি।

শুধু প্রধানমন্ত্রীর খরচের খতিয়ান দিয়েই থেমে থাকেনি তৃণমূল। মোদী সরকারের বহু চর্চিত ‘ডবল ইঞ্জিন’ মডেলের স্বাস্থ্য পরিষেবা নিয়েও বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে তারা। মধ্যপ্রদেশ ও গুজরাটের দুটি সাম্প্রতিক ভয়াবহ ঘটনার উল্লেখ করে বিজেপিকে বিঁধেছে ঘাসফুল শিবির।

১. *মধ্যপ্রদেশ:* বিজেপি শাসিত এই রাজ্যের ইন্দোরের ভগীরথপুরায় সম্প্রতি দূষিত জল পানের ফলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূলের দাবি অনুযায়ী, সেখানে ইতিমধ্যেই ১৬ জন মানুষের মৃত্যু হয়েছে এবং ১৪০০-র বেশি বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন।

২. *গুজরাত:* খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য এবং অপর এক ‘ডবল ইঞ্জিন’ সরকার চালিত গুজরাতের রাজধানী গান্ধীনগরেও ছবিটা তথৈবচ। সেখানেও দূষিত জলের কারণে ১০০-র বেশি মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে অভিযোগ উঠেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen