ট্রাম্পের ৫০% শুল্ক জারির আবহেই মস্কোয় দোভাল – ভারত-মার্কিন সম্পর্ক তলানিতে?
রাশিয়ার তেল আমদানি করার জন্য ভারতকে ৫০% পর্যন্ত শুল্ক বৃদ্ধির নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১০: রাশিয়ার তেল আমদানি করার জন্য ভারতকে ৫০% পর্যন্ত শুল্ক বৃদ্ধির নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ার থেকে জ্বালানি তেল আমদানি করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ভারতের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের জন্য ভারতকে একটি এক্সিকিউটিভ অর্ডার জারি করেছেন। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় আমদানির উপর মোট শুল্ক ৫০% পর্যন্ত বৃদ্ধি পাবে – যা আমেরিকা কর্তৃক আরোপিত সর্বোচ্চ হারের মধ্যে একটি।
এই এক্সিকিউটিভ অর্ডার অনুসারে, শুল্কের নতুন হার ২১ দিনের মধ্যে কার্যকর হবে, অর্থাৎ ২৭ আগস্ট থেকে।
বুধবার ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয় থেকে এক প্রতিক্রিয়ায় বলা হয়েছে যে, রাশিয়া থেকে আমদানির বিষয়ে দিল্লি ইতিমধ্যেই তার অবস্থান স্পষ্ট করেছে এবং পুনর্ব্যক্ত করেছে যে এই শুল্ক “অন্যায়, অন্যায্য এবং অযৌক্তিক”।
মঙ্গলবার রাশিয়া ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান বিরোধের বিষয়ে জানিয়েছে যে নয়াদিল্লি নিজস্ব ব্যবসায়িক অংশীদার বেছে নিতে স্বাধীন।
রাশিয়া ভারতের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার এবং গত কয়েকদিন ধরে এই বিরোধের সময় নীরব ঠেকেছিল। এবার ক্রেমলিনেই পক্ষ থেকে মঙ্গলবার মন্তব্য করা হয়েছে যে ট্রাম্পের শুল্ক হুমকি “রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করতে দেশগুলিকে বাধ্য করার প্রচেষ্টা”।
মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ক্রেমলিনের প্রেস সচিব দিমিত্রি পেসকভ বলেন, “আমরা এই ধরনের বিবৃতিকে বৈধ বলে মনে করি না।”
শুল্ক বিতর্কের মাঝেই মঙ্গলবার মস্কোয় পৌঁছে গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ঠিক কী উদ্দেশ্যে তড়িঘড়ি রাশিয়ায় গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।