‘এই শূন্যতা সারাজীবন থাকবে’ ধর্মেন্দ্রর প্রয়াণে হৃদয়বিদারক লেখা লিখলেন হেমা মালিনি

November 27, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:১৮: বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণের পর প্রথমবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন তাঁর স্ত্রী হেমা মালিনি। নিজের এক পোস্টে তিনি জানালেন দুঃখ, স্মৃতি আর গভীর শূন্যতার কথা। ২৪ নভেম্বর, সোমবার ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্মেন্দ্র। এরপরই X-এ তাঁর জন্য দীর্ঘ আবেগঘন বার্তা দেন হেমা মালিনি।

তিনি লেখেন, *”ধর্মজি আমার কাছে শুধুই স্বামী ছিলেন না। তিনি ছিলেন আমার বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক, সঙ্গী এবং আমার জীবনের সবচেয়ে বড় সমর্থক।”* তিনি আরও উল্লেখ করেন—ধর্মেন্দ্রর জনপ্রিয়তা আর মানুষের প্রতি আন্তরিকতা তাঁকে আলাদা মর্যাদায় পৌঁছে দিয়েছিল।

সেই পোস্টে হেমা মালিনি জানান, দুই কন্যা ঈশা ও আহানার প্রতি ধর্মেন্দ্রর ভালবাসা ছিল নিঃস্বার্থ ও আন্তরিক। শুধু পরিবার নয়, তাঁর সহজ-সরল আচরণে সকলেই মুগ্ধ ছিল।

ধর্মেন্দ্র ও হেমা মালিনির সম্পর্ক ছিল বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু। ১৯৮০ সালে তাঁদের বিয়ে হয়। একসঙ্গে *শোলে*, *সীতা অউর গীতা*, *তুম হাসিন ম্যায় জওয়ান*, *ড্রিম গার্ল*–এর মতো বহু জনপ্রিয় ছবি করেছেন তাঁরা। পর্দার chemistry বাস্তবেও গভীর সম্পর্কে রূপ নেয়।

নিজের পোস্টে হেমা মালিনি লিখেছেন, *“তাঁর চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা আর কোনোদিন পূরণ হবে না। সবকিছু বদলে গেছে। শুধু রয়ে গেছে তাঁর স্মৃতি।”*

২৪ নভেম্বর মুম্বইয়ের পবনহাঁস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় ধর্মেন্দ্রর। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান সহ বলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন। আজ সন্ধ্যা ৫টায় তাজ ল্যান্ডস এন্ড-এ অনুষ্ঠিত হবে তাঁর প্রার্থনা সভা।

ভারতের চলচ্চিত্র ইতিহাসে ধর্মেন্দ্রর অবদান চিরস্মরণীয়—হেমা মালিনির এই শোকবার্তায় যেন উঠে এল সেই সম্পর্কের অমলিন স্মৃতি ও চিরবিদায়ের বেদনা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen