Dream11 Out! এবার কি Lead Sponsor ছাড়া Asia Cup 2025-এ নামবে Team India?

August 24, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫১: তিন বছরের স্পনসরশিপ চুক্তি হঠাৎই করে শেষ হয়ে যেতে বসেছে? সদ্যই সংসদে পাস হয়েছে প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল, ২০২৫ (Promotion and Regulation of Online Gaming Bill, 2025)। গেমিং প্ল্যাটফর্মগুলিকে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশের ক্রীড়ামন্ত্রক। ভারতীয় ক্রিকেটের লিড স্পনসর ড্রিম ইলেভেনের (Dream11) মূল ব্যবসা এটিই। বিলটি আইনে পরিণত হতেই ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI-র সচিব দেবজিৎ সাইকিয়ার জানান, যা অনুমোদিত নয়, সেটা তাঁরা করবেন না। কেন্দ্রীয় সরকারের গৃহীত নীতি বিসিসিআই (BCCI) সম্পূর্ণভাবে মেনে চলবে। তবে কি ভারতীয় ক্রিকেট দলের জার্সি থেকে মুছে যেতে চলেছে ড্রিম ইলেভেন-র (Dream11) লোগো?

এশিয়া কাপের মুখে স্পনসর ছাড়া হয়ে পড়লে ভারতীয় বোর্ডের মাথাব্যথা বাড়াবে নিঃসন্দেহে। নতুন স্পনসর খুঁজতে শুরু করবে BCCI? না-কি স্পনসর ছাড়াই মাঠে নামবেন ভারতীয় ক্রিকেটাররা। উল্লেখ্য, ২০২৩ সালে Byju’s-কে সরিয়ে ভারতীয় দলের প্রধান স্পনসর হয়েছিল ড্রিম ইলেভেন। তিন বছরের জন্য প্রায় ৩৫৮ কোটি টাকার চুক্তি হয়। শর্ত অনুযায়ী, প্রতিটি হোম ম্যাচে BCCI প্রায় ৩ কোটি আর বিদেশের ম্যাচে ১ কোটি টাকা পেত। প্রথমবার ড্রিম ইলেভেন লোগো দেখা যায় ২০২৩ সালের জুলাইয়ে, ওয়েস্ট ইন্ডিজ বনাম ইন্ডিয়া টেস্ট সিরিজে।

‘ড্রিম ইলেভেনে’র মূল ব্যবসা রিয়েল-মানি গেমিং বন্ধ হওয়ায় সংস্থাটি ধাক্কার মুখে পড়েছে। তারা সরে গেলে এশিয়া কাপে লিড স্পনসর ছাড়াই খেলতে নামবে ভারতীয় দল? উল্লেখ্য, এশিয়া কাপ শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ম্যাচ হবে দুবাই ও আবুধাবিতে। ফলে নতুন স্পনসর খোঁজার জন্য বোর্ডের হাতে সময় খুব কম। সূত্রে খবর, খুব শিগগিরই সেই খোঁজ শুরু হবে। ফিনটেক সংস্থা, বা অটোমোবাইল, FMCG সেক্টর থেকে কোনও সংস্থা স্পনসর করতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen