এই প্রথম কোরিয়ান ভাষায় রূপান্তরিত হচ্ছে হিন্দি ছবি? দৃশ্যমের অজয়ের চরিত্রে কে?

ভারতীয় প্রযোজনা সংস্থা প্যানোরামা স্টুডিওস ও দক্ষিণ কোরিয়ার প্রযোজনা সংস্থা অ্যান্থোলজি স্টুডিওস একে অপরের সঙ্গী অংশীদারিত্বের কথা ঘোষণা করে।

May 22, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
এই প্রথম কোনো হিন্দি ফিল্ম ‘দৃশ্যম’ আনুষ্ঠানিকভাবে কোরিয়ান ভাষায় তৈরি করা হবে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্বের দরবারে ফের ভারতীয় সিনেমা। এবার কোরিয়ান ভাষায় তৈরি হতে চলেছে ‘দৃশ্যম’। এর আগে তামিল, তেলুগু, মালায়লম, হিন্দি সহ একাধিক ভাষায় তৈরি হয়েছিল সিনেমাটি।

রবিবার আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে ‘দৃশ্যম’ ছবির ফ্র্যাঞ্চাইজির রিমেকের জন্য ভারতীয় প্রযোজনা সংস্থা প্যানোরামা স্টুডিওস ও দক্ষিণ কোরিয়ার প্রযোজনা সংস্থা অ্যান্থোলজি স্টুডিওস একে অপরের সঙ্গী অংশীদারিত্বের কথা ঘোষণা করে। কোরিয়ান ভাষার দৃশ্যম ছবিটির পরিচালনা করবেন, দক্ষিণ কোরিয়ার পরিচালক কিম জি ওন। শোনা যাচ্ছে, মোহনলাল, অজয় দেবগন অভিনীত চরিত্রে অস্কারজয়ী প্যারাসাইট ছবির অভিনেতা সং-কাং-হো অভিনয় করবেন।

এ প্রসঙ্গে প্যানোরামা স্টুডিওস-এর প্রযোজক কুমার মঙ্গত বলেন, ‘আমি উচ্ছ্বসিত যে দৃশ্যম ফ্র্যাঞ্চাইজিটি কোরিয়ান ভাষায় তৈরি হচ্ছে – এটি ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম। এটি শুধু ভারতকে বিশ্বের দরবারে তুলে ধরবে না, এটি ভারতীয় সিনেমাকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবে। কোরিয়ান ফিল্ম নির্মাতারা আমাদের এই সিনেমার মধ্যে জাদু খুঁজে পেয়েছেন। ভারতীয় চলচ্চিত্রের জন্য এর চেয়ে বড় অর্জন আর কী হতে পারে!’

প্রসঙ্গত, দৃশ্যম ছবিটি মালায়ালম ক্রাইম থ্রিলার। যেখানে আইজি গীতা প্রভাকরের ছেলে বরুণ প্রভাকর নিখোঁজ হওয়ার পর জর্জকুট্টি (মোহনলাল) এবং তার পরিবারকে অনুসরণ করে রচিত হয়। জিথু জোসেফ চলচ্চিত্রটি লিখেছেন এবং পরিচালনা করেছেন। ২০১৩ সালে প্রথমবার মালায়ালম ভাষায় মুক্তি পায় ‘দৃশ্যম’। পরে ২০১৪ সালে কন্নড় ও তেলুগু ভাষাতে এবং ২০১৫তে তামিলে মুক্তি পায় এই ছবি। ২০২২-এর দৃশ্যম ২ -র হিন্দি রিমেকে অজয় দেবগন ও তাব্বু প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen