নথিবদ্ধকরণের কাজ মিটলেই টোটো চালকদের হাতে ড্রাইভিং লাইসেন্স বিতরণ
October 17, 2025
|
< 1 min read
Authored By:

১৩ অক্টোবর থেকে শুরু হয়েছে নথিভুক্ত করার কাজ। যা চলবে ৩০ নভেম্বর। তারপরই টোটো চালকদের গাড়ি চালানোর লাইসেন্স দেওয়া হবে। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘‘এতদিন টোটোর উপর পরিবহণ মন্ত্রকের কোনও নিয়ন্ত্রণ ছিল না। টোটোর জেরে শহরতলির বিভিন্ন এলাকায় যানজট বাড়ছিল। টোটো নিবন্ধনের ফলে পরিবহণ দপ্তর বিষয়টিকে নিয়ে স্পষ্ট এবং সুষ্ঠু নীতি তৈরি করতে পারবে। তাই টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়াও আবশ্যিক হয়ে পড়েছে।’’
পরিবহণ দপ্তর সূত্রে খবর, টোটোর নিবন্ধন হলে টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স সহজ হবে। টোটোর প্রকৃত সংখ্যা প্রকাশ্যে এলে জেলাভিত্তিক অফিসগুলি সক্রিয় হয়ে লাইসেন্স দিতে পারবে।