লক্ষ্মীর ভাণ্ডারের টাকাতেই প্রথম দুর্গাপুজো! ভাঙড়ে মহিলাদের অভিনব উদ্যোগ
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৪০: সরকারি অনুদান ছাড়াই দুর্গাপুজোর আয়োজন করছেন ভাঙড়ের মহিলারা। ভাঙড় ১ নম্বর ব্লকের পেরানগঞ্জ অঞ্চলে গড়ে উঠেছে ‘প্রত্যয় নারী সংঘ’। এ বছরই প্রথম তাঁদের উদ্যোগে শুরু হচ্ছে দুর্গাপুজো। আর এই পুজোর খরচ জোগাচ্ছেন নিজেদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকাতেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একেবারেই মহিলাদের উদ্যোগে এই পুজোর আয়োজন। ক্লাবের সদস্যরা সকলেই মহিলা, কোনও পুরুষ সদস্য নেই। সরকারি অনুদান না মিললেও পিছপা হননি তাঁরা। পুজোর বাজেট বলতে প্রত্যেকের লক্ষ্মীর ভাণ্ডারে পাওয়া জমানো টাকা।
‘প্রত্যয় নারী সংঘ’-এর সদস্যাদের দাবি, এ উদ্যোগ শুধু উৎসবকে ঘিরেই নয়, মহিলাদের আর্থিক স্বনির্ভরতা ও ঐক্যের প্রতীকও। ফলে এই অভিনব আয়োজনকে ঘিরে এলাকায় ইতিমধ্যেই উৎসাহ ও উচ্ছ্বাস ছড়িয়েছে।
আসন্ন পঞ্চমীতেই উদ্বোধন হবে ‘প্রত্যয় নারী সংঘ’-এর প্রথম দুর্গাপুজোর।