Modi: ট্রাম্পের সঙ্গে শুল্ক-যুদ্ধের মধ্যে আমেরিকায় মোদী, রাষ্ট্রপুঞ্জে রাখতে পারেন বক্তব্য

ভারতের বিদেশমন্ত্রক বারবার বলেছে যে, শক্তিশালী অর্থনীতির জন্য সাশ্রয়ী জ্বালানির প্রয়োজন এবং ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বহুমুখী।

August 13, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩৮: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের (UN General Assembly) ৮০তম সেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন। রাষ্ট্রপুঞ্জের প্রাথমিক তালিকা অনুযায়ী, ২৬শে সেপ্টেম্বর সকালে ভারতের “হেড অফ গভর্নমেন্ট” (Head of Government) বক্তব্য রাখবেন। একই দিনে ইসরায়েল, চীন, পাকিস্তান ও বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরাও (Heads of Government) বক্তৃতা রাখবেন।

এই সফর এমন সময়ে হতে চলেছে যখন যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য ভারতের উপর শুল্ক (tariffs) বাড়িয়ে ৫০ শতাংশ করেছে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করেছেন, রাশিয়ার তেল কেনা ইউক্রেন যুদ্ধকে সমর্থন করার শামিল। গত ৬ই অগাষ্ট ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করেন, যা আগের ২৫ শতাংশের ওপর প্রযোজ্য হবে। ফলে সম্পূর্ণ শুল্ক বাস্তবায়িত হলে ভারতে তৈরি পণ্যের উপর যুক্তরাষ্ট্রে ট্যাক্স দাঁড়াবে ৫০ শতাংশ।

যুক্তরাষ্ট্র ও তার সঙ্গীরা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা (sanctions) জারি করেছে ইউক্রেন যুদ্ধের প্রতিবাদে। কিন্তু ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কেনা অব্যাহত রেখেছে, যা ট্রাম্প প্রশাসনের রোষের কারণ হয়েছে। যদিও ভারতের বিদেশমন্ত্রক (Ministry of External Affairs) বারবার বলেছে যে, শক্তিশালী অর্থনীতির জন্য সাশ্রয়ী জ্বালানির প্রয়োজন এবং ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বহুমুখী।

এখনো নিশ্চিত নয় যে, মোদী ও ট্রাম্পের মধ্যে আলাদা বৈঠক হবে কী না। তবে, UNGA-তে বিশ্ব নেতাদের সাথে কূটনৈতিক আলোচনা (diplomatic talks) হবে বলে মনে করা হচ্ছে। এই সফরে বাণিজ্য, নিরাপত্তা ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা গুরুত্ব পেতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen