“CBI-র ট্র্যাক রেকর্ড ভালো নয়”- DYFI নেত্রীর কথায় কোন ইঙ্গিত?

আন্দোলনের সঙ্গে চিকিৎসা পরিষেবাটা যদি ঠিক রাখা যায়, সেই দিকটা চিকিৎসকেরাই ভালো বুঝতে পারবেন।

August 18, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
“CBI-র ট্র্যাক রেকর্ড ভালো নয়”- DYFI নেত্রীর কথায় কোন ইঙ্গিত? গ্রাফিক্স: মোঃ রবিউল ইসলাম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার, প্রেস ক্লাবে আর জি কর কাণ্ড নিয়ে যৌথ সাংবাদিক সম্মেলনে করে ডিওয়াইএফআই, এসএফআই ও এআইডিডব্লুএ। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় রাজ্য সরকারের নিন্দা করেন। তিনি বলেন, সিবিআইয়ের দিকেও নজর থাকবে। তাঁর দাবি, সিবিআইয়ের ট্র্যাক রেকর্ড ভালো নয়।

তিনি আরও বলেন, রাজ্যের প্রান্তিক গরিব মানুষ সরকারি হাসপাতালগুলোর উপর নির্ভর করেন। আন্দোলনের সঙ্গে চিকিৎসা পরিষেবাটা যদি ঠিক রাখা যায়, সেই দিকটা চিকিৎসকেরাই ভালো বুঝতে পারবেন। বিচার না-পাওয়া পর্যন্ত বামেদের আন্দোলন চলবে, তাও জানান তিনি। হাসপাতালে হামলা প্রসঙ্গে মীনাক্ষী বলেন, যারা হাসপাতাল ভাঙচুর করেছে তারা সভ্য সমাজের নয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen