DYFI-র রাজ্য কমিটি থেকে বিদায় নিলেন মীনাক্ষী, দায়িত্ব পেলেন ধ্রুবজ্যোতি
বহরমপুরে বাম যুব সংগঠনের রাজ্য সম্মেলন থেকে নতুন সম্পাদক নির্বাচিত হলেন ধ্রুবজ্যোতি সাহা। সংগঠনের সভাপতি হলে অয়নাংশু সরকার।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৫৯: সিপিএম-এর (CPIM) যুব সংগঠন ডিওয়াইএফআই (DYFI) রাজ্য কমিটি থেকে বিদায় নিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। বয়সের কারণে সিপিএমের যুব সংগঠন থেকে বিদায় নিলেন মিনাক্ষী। বহরমপুরে বাম যুব সংগঠনের রাজ্য সম্মেলন থেকে নতুন সম্পাদক নির্বাচিত হলেন ধ্রুবজ্যোতি সাহা। সংগঠনের সভাপতি হলে অয়নাংশু সরকার।
মিনাক্ষী ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক থাকার সময়ে সভাপতি হিসাবে দায়িত্বে ছিলেন মুর্শিদাবাদের নেতা ধ্রুবজ্যোতি সাহা (Dhruvajyoti Saha)। সেই ধ্রুবর কাঁধে রাজ্য সম্পাদকের দায়িত্ব সঁপে যুব সংগঠন থেকে বিদায় নিলেন মিনাক্ষী। ইতিমধ্যেই সিপিএমের কেন্দ্রীয় কমিটি ও রাজ্য সম্পাদকমণ্ডলীতে জায়গা পেয়েছেন তিনি।
গত কয়েক বছরে রাজ্যের ডিওয়াইএফআই আবর্তিত হয়েছে মিনাক্ষীকে কেন্দ্র করে। ২০২৪ সালে জানুয়ারিতে ভরা ব্রিগেড জানান দিয়েছিল— তাঁর ডাকেই গড়ের মাঠ ভরে গিয়েছে। আলিমুদ্দিনের নেতারাও মানছেন আপাতত মিনাক্ষীর ছায়া থেকে বেরোতে বেশ কিছু দিন সময় লাগবে যুব সংগঠনের।