পঞ্জাবের অমৃতসরে ৪.১ মাত্রার ভূমিকম্প

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, ভূমিকম্পের গভীরতা ছিল মাটির নিচে ১২০ কিলোমিটার।

November 14, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে সোমবার ভোরে পাঞ্জাবের অমৃতসরে ৪.১ মাত্রার ভূমিকম্প হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, ভূমিকম্পের গভীরতা ছিল মাটির নিচে ১২০ কিলোমিটার।

ভূমিকম্পের মাত্রা: 4.1, 14-11-2022, 03:42:27 IST, অক্ষাংশ: 31.95 এবং দীর্ঘ: 73.38, গভীরতা: 120 কিমি, অবস্থান: 145 কিমি WNW অমৃতসর, পাঞ্জাব, জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।



এর আগে, গত শনিবার, নেপালে রিখটার স্কেলে 5.4 মাত্রার ভূমিকম্পের পরে দিল্লি-এনসিআরে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল। নিউ তেহরি, পিথোরাগড়, বাগেশ্বর, পাউরি এবং অন্যান্য শহর সহ উত্তরাখণ্ডের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে। উত্তরপ্রদেশের কিছু অংশেও অনুভূত হয়েছে।

গত বুধবার নেপালে ৬.৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল যাতে অন্তত ছয়জনের মৃত্যু হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen