ঘরের মাঠে মুম্বইয়ের কাছে হার ইস্টবেঙ্গলের

যুবভারতীতে মুম্বই সিটি এফসি-র কাছে ২-৩ গোলে হারল ইস্টবেঙ্গল। প্রথমার্ধের ৩৯ মিনিটে ব্র্যান্ডনের সাজানো বল থেকে গোল করলেন মুম্বইয়ের ছাংতে। তার ৫ মিনিটের মধ্যে আবার গোল হজম করতে হল ইস্টবেঙ্গলকে। মুম্বইয়ের নিকোস কারেলিস বল জালে জড়িয়ে দিলেন। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে গেল ইস্টবেঙ্গল।

January 6, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: যুবভারতীতে মুম্বই সিটি এফসি-র কাছে ২-৩ গোলে হারল ইস্টবেঙ্গল। প্রথমার্ধের ৩৯ মিনিটে ব্র্যান্ডনের সাজানো বল থেকে গোল করলেন মুম্বইয়ের ছাংতে। তার ৫ মিনিটের মধ্যে আবার গোল হজম করতে হল ইস্টবেঙ্গলকে। মুম্বইয়ের নিকোস কারেলিস বল জালে জড়িয়ে দিলেন। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে গেল ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে গোলের দেখা পেল ইস্টবেঙ্গল। মহেশের শট মুম্বইয়ের গোলকিপার বাঁচানোর পর ফিরতি বল সাহিল পানওয়ারের পায়ে লেগে হয়ে যায় আত্মঘাতী গোল। এরপর ৮৩ মিনিটে ডেভিডের গোলে সমতায় ফেরে ইস্টবেঙ্গল। এরপর ৮৭ মিনিটে মাঝমাঠ থেকে বাড়ানো বল পায়ের তলা দিয়ে গলিয়ে গোল করলেন মুম্বইয়ের কারেলিস। ৩-২ গোলে ম্যাচ পকেটে পুরে নিল মুম্বই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen